নারায়ণগঞ্জ সদর উপজেলায় অক্ষয় নারী সংঘের ৩৫০ জন যৌনকর্মীদের মাঝে সরকারি ত্রান নেবার জন্য সংস্থার সদস্যদের সংগঠনে ৩০০ করে টাকা দিয়ে নিতে হয়েছে ত্রান। অভিযোগ উঠে এসেছে ত্রান বিতরণের দিন,বক্তব্য ও ছবি নিতে গেলে সাংবাদিকদের দেওয়া হয় বাঁধা সংগঠনের গুচ্ছ কিছু সদস্য ও সভানেত্রী কাজলের মাধ্যমে।
বৃহস্পতিবার(৫ আগষ্ট)সকাল ১১টায় সদর উপজেলা কার্যালয় প্রাঙ্গণে দেখা যায় এ চিত্র।
সকালে সুশৃঙ্খলভাবে ত্রান নেবার জন্য অক্ষয় নারী সংঘের সদস্যদের উপজেলা প্রাঙ্গণে আসতে দেখা যায়। ত্রান বিতরণ শেষে সদস্যরা সংগঠনের সভানেত্রী কাজল আক্তারের কাছে টাকা ফেরত চাইলে বাধে ঝামেলা। অনেকেই টাকা দিয়েও সরকারি ত্রান পায়নি তারাও ফেরত চায় টাকা।এতে বাকবিতন্ডা এবং বয়স্ক লোক তাদের বাধা দিতে গেলে বয়স্ক লোককে মারধরের পর্যায় চলে যায় পরিস্থিতি।
সদস্যদের অভিযোগ, ৩০০ টাকা করে নিয়ে মোটা চাউল দিছে। আমাদের ভালো ভালো কথা বলে অনেক কিছু দিবে বলছে। ৩০০ টাকায় দিছে এখন এই মোটা চাউল।চাউল দিছে সরকার ফ্রিতে। আমাদের কাছ থেকে টাকা নিছে কাজল ও রুনা। আমরা টাকা চাইতে গেছি বলে আমাদের গালাগালি ও মারধর করেছে। আমরা আমাদের টাকা ফেরত চাই।
অক্ষয় নারী সংঘের অভিযোগ ও মারামারির ছবি ও বক্তব্য সাংবাদিকরা নিতে গেলে সংগঠনের সভানেত্রী কাজল সাংবাদিকদের বাধা দিয়ে বলে,আপনে সাংবাদিক তাতে কি হইছে। আপনে উল্টা পাল্টা রিকর্ড করছেন কেনো। কারো কাছ থেকে কোন টাকা নেই নাই ত্রানের জন্য। সদস্য চাঁদা নিছি।
বাজে ব্যবহার করে সভানেত্রী আরো বলে,ওই তোরা ছবি তুলস কে। আগে আইতে পারলি না। এহন ছবি তুলতে আইসত। ছবি তুইলা কি করবি কিছুই করতে পারবি না।
টাকার বিষয়টি নারায়ণগঞ্জ সদর ইউএনও আরিফা জহুরাকে জানাতে গেলে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোঃ তোফাজ্জল হোসেন বলেন,আমরা তো বাঙালি যদি দোজখেও যাই তাহলে একজন আরেকজনের পা ধইরা রাখবো। ওদের সরকারি ত্রান দেওয়া হয়েছে। সরকারি ত্রান মানুষদের দেবার জন্য লাগে একটা মাধ্যম। আর যে ব্যবস্থা করে দিবে সে যদি এক হাজার করে টাকা নেয়। সেই দায়টা কি আমাদের। এটা হচ্ছে আমাদের জাতিগত সমস্যা। আর ওকে কি বলবো ও কেমন মানুষ আপনেরা জানেন।
কাজলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে কিনা এ বিষয়ে সাংবাদিকরা প্রশ করলে এডিসি বলেন,আপনেরা তো তৃনমূলের আপনেরা গিয়ে তাদের জেরাও করেন।
সদর ইউএনও আরিফা জহুরা বলেন,আপনেরা আমাদের অভিযোগটি দিয়েছেন।আমরা অভিযোগটি খতিয়ে দেখবো যদি টাকা নেবার মত এমন কোন অভিযোগ পাই তাহলে তার বিরুদ্ধে আমরস ব্যবস্থা নিবো।
অন্যদিকে জেলায় ক্রমশ বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা সেখানে সদর উপজেলায় সরকারি ত্রান নয় যেনো করা হয়েছে করোনা বিতরণ।গায়ের সাথে গা লেগে গাদাগাদি করে ত্রান নিতে ও ত্রান নিয়ে চলে যেতে দেখা যায়। অনেকের মুখেই মাস্ক দেখা যায়নি। এতে জেলায় করোনা সংক্রামণ তীব্র হারে বৃদ্ধি পাওয়ার সম্ভবনা রয়েছে বলে অনেকে মনে করছে।