নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ বিহারী ক্যাম্পে একক আধিপত্য বিস্তার করে আসছে কথিত নামধারী চেয়ারম্যান লিয়াকত হোসেন। নির্বাচন বা সিলেকশন ছাড়াই এই চেয়ারম্যান ৭১ পরবর্তী সময়ে থেকে তার পালিত সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে মানুষকে ভয় ভীতি ও হুমকি দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। এই বাহিনীর মাধ্যমে ২৪ শত পরিবারকে দাবিয়ে রাখছে। প্রতি মাসে এই ২৪ শত পরিবারের কাছ থেকে একটা মোটা অংকের মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
একটি সূত্র হতে জানা গেছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর রাজবাড়ী জেনেভা ক্যাম্প থেকে কাজের উদ্দেশ্য আদমজী আসেন কথিত চেয়ারম্যান এই লিয়াকত। পরে কিছু অসাধু লোকের সমন্বয়ে একটি কমিটি গঠন করেন এই লিয়াকত। পরে ২ হাজার সালে নারায়নগঞ্জ জেলা প্রশাসক এই কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। কিন্তু লিয়াকত হোসেন তার সন্ত্রাস বাহিনীর মাধ্যমে তার আধিপত্য বিস্তারকে ধরে রাখার জন্য তার বাহিনীর মাধ্যমে এই বিলুপ্ত কমিটিতে বহাল রেখেছেন।
এদিকে এই লিয়াকতের বিরুদ্ধে পাহাড় পরিমান অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি স্হানীয় নেতা ও কিছু অসাধু প্রশাসনের ছত্রছায়ায় থেকে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। এযেন আরেক পাকিস্তানী হানাদার বাহিনী।
অপর দিকে লিয়াকত আলী তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন,আমাকে যদি ক্যাম্পের লোকজন না চায় আমি সরে যাব। নেতৃত্ব পরিবর্তন করতে হবে বিধি সম্মত ভাবে করতে হবে। মাহমুদ কিছুদিন পরপর ঝামেলা করে। অথচ ওর কোন লোকজন নাই। ও সমাবেশের মাধ্যমে সবার উপস্থিতিতে বলুক কেউ যদি না চায় আমি সরে যাব। লিয়াকতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে পুলিশ সুপার ও ডিসির হস্তক্ষেপ কামনা করেন বিহারী ক্যাম্পের লোকজন।