আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে চাঁদাবাজির মহোৎসবে মেতে উঠেছে সরকারদলীয় শ্রমিক লীগের সাইনবোর্ডধারী নেতা রুহুল আমিন প্রধানের পুত্র অাল অামিন প্রধানের চাঁদাবাজী। সকল শ্রেনীর পেশাজিবী মহলের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে বলে এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার বেদনাবিধূর দিনটি পালিত হয় একই সঙ্গে খুনিদের প্রতি ঘৃণা আর বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিয়ে। আবার এই দিনটিকে ঘিরেই কেউ কেউ চাঁদাবাজী করার সুযোগ নেয় আর এই সুযোগকে কাজে লাগিয়েছে রুহুল আমিন প্রধানের পুত্র আল আমিন প্রধান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, শোক দিবসকে সামনে রেখে চাঁদাবাজির জন্য পূর্ব থেকেই পরিকল্পনা করে এখানকার বড় ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন মার্কেট, ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকেও চাঁদা দাবী করছে কুতুবপুরের নূরবাগ এলাকার রুহুল আমিন প্রধানের পুত্র আল আমিন প্রধান ।
তথ্য মতে, পিতা জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা থানা আঞ্চলিক কমিটির অর্থ বিষয়ক সম্পাদক বলে অনেকেই বাধ্য হচ্ছেন চাঁদা দিতে। তবে কেউ চাঁদা দিতে না চাইলে তাকে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকার হুমকি। লাঞ্চিত হওয়ার ভয়ে তাই অনেকেই নীরবে চাঁদা দিয়ে দিচ্ছেন। আর কুতুবপুর জুড়ে এই চাঁদাবাজির নেপথ্যে উঠে এসেছে চিতাশাল নুরবাগ ও শাহীবাজার এলাকায়।
এই চাঁদাবাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এই চাঁদাবাজী বিষয় মোবাইল ফোনে
রুহুল অামিন প্রধানের কাছে জানতে চাইলে তিনি বলেন, যারা এই ধরনের কথা বলেছে মিথ্যে বলেছে, অামি ১৯৯৬ সাল থেকে রাজনীতি করে অাসছি অামার বিরুদ্ধে বা অামার ছেলের বিরুদ্ধে থানায় কোন অভিযোগ নাই। অার অামার ছেলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস খিচুরী করবে এই জন্য অনেকেই টাকা দিচ্ছে ৫০ /১০০ টাকা করে। যদি এ বিষয় অাপনাদের কাছে কেউ কিছু বলে থাকে তাদের বলবেন অামার কাছে যেনো বলে।