ফতুল্লার শারজাহান রি রোলিং মিলস্ এলাকায় গ্রাম পুলিশ সদস্য সৈয়দ মোঃ মিরাজ(৫৫) কে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন ও ৭০ হাজার টাকা মূল্যমানের এক ভরি ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যাবার অভিযোগে স্থানীয়বাসী ধাওয়া করে হৃদয়(১৮) নামক এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় হৃদয়ের নিকট থেকে একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
হৃদয় ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরস্থ খাঁ বাড়ীর বাবুল মিয়ার ভাড়াটিয়া মোঃ রিকনের পুত্র হৃদয়।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৩ আগস্ট) রাতে ফতুল্লা থানার শারজাহান রি রোলিং মিল এলাকায়।এ বিষয়ে ঘটনার শিকার গ্রাম পুলিশ সৈয়দ মিরাজের পুত্র শাওন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে জানা যায়,বাদীর বাবা শুক্রবার রাত সাড়ে দশটার দিকে বাদীর বাবা শাহজাহান রি রোলিং মিলেস্থ রাজুর চায়ের দোকান থেকে চা খেয়ে পায়ে হেটে বাসায় ফেরার পথে শাহজাহান রি-রোলিং মিলস এর পূর্ব পার্শ্বে রেল লাইন সংলগ্ন মামুনের মুদি দোকানের সামনে পৌছাইলে ৩/৪ জন হাতে ছোরা, চাকু সহকারে তার পথরোধ করিয়া ভয়-ভীতি দেখাইয়া সাথে থাকা নগদ বিশ হাজার টাক টাকা এবং গলায় থাকা এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও একটি চায়না টার্চ মোবাইল ফোন ছিনাইয়া নেয়। এ সময় তার ডাক চিৎকারে স্থানীয় পথচারীরা আগাইয় আসিলে দুষ্কৃতিকারীরা দৌড়ে পালিয়ে যাবার চেস্টা করলে তাদরেকে ধাওয়া করে হৃদয় নামক একজনকে আটক করে স্থানীয় জনতা।এ সময় আটককৃতদের নিকট থেকে একটি সুইচ গিয়ার উদ্ধার করে। ৯৯৯ – এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত হৃদয়কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।