দুই মহিলার. ষড়যন্ত্রমূলক নানামূখি তৎপরতায় ফতুল্লায় নিরাপত্তাহীনতায় ভূগছে একটা পরিবার। ভুক্তভোগী পরিবারের সদস্য মীর আজিম বাদী হয়ে সাবিনা ইসলাম ও অনিমিকা পারভেজের শাস্তি মূলক ব্যবস্থা গ্রহনের দাবীতে জেলা প্রশাসক,পুলিশ সুপার সহ সরকাররের প্রশাসনিক বিভিন্ন দপ্তরে এবং সরকারের উচ্চ মহলে লিখিত অভিযোগ দায়ের করেছে।
বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়,বাদী ফতুল্লার পশ্চিম মাসাদাইরস্থ প্রাইমারি স্কুলের দক্ষিণ পার্শ্বের মীর সমন আলীর পুত্র মীর আজিম। সে স্ব- পরিবারে বর্তমান ঠিকানায় বসবাস করে আসছে।অভিযুক্ত সাবিনা ইসলাম ও অনামিকা পারভেজ কে ব্যবহার করে স্থানীয় একটি চক্র তাদের জমি দখলের চেস্টা করে আসছে। এরই ধারাবাহিকতায় সাবিনা ইসলাম ও অনামিকা পারভেজের যোগসাজশে বাদীর নামে প্রশাসনের বিভিন্ন মিথ্যে অভিযোগ দায়ের করে তাকে ও তার পরিবারের সদস্যদের নানা ভাবে হয়রানী করছে।এমনকি তাদের বসত ভিটায় প্রাচীর নির্মান বা কোন প্রকার কাজ করতে গেলে ৯৯৯-এ ফোন করে স্থানীয় প্রশাসন কে তাদের কাজ বন্ধ করে দেশা সহ হয়রানী করে থাকে।বাদীর অভিযোগ অভিযুক্ত সাবিনা ইসলাম বিশেষ পেশার প্রভাবশালী এক আত্নীয়ের নাম ভাঙ্গিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রভাব বিস্তার করে তাদেরকে হয়রানী করে আসছে।
তিনি আরো উল্লেখ্য করেন যে,এই দুই নারী প্রশাসনের নাম ভাঙ্গিয়ে স্থানীশ মহল জুড়ে নানা অপরাধ করে বেড়াচ্ছে।শেল্টার দিচ্ছে কিশোর গ্যাং নানা সন্ত্রাসী বাহিনী।এই দুই নারীর কবল থেকে রেহাই পেতে এবং তাদের শাস্তির দাবীতে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে।