ফতুল্লায় মিম নামক তেরো বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ আগস্ট) রাতে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকানস্থ আলম চানের বাসা কিশোরীর মৃত দেহ
থেকে উদ্ধার করে পুলিশ।নিহত কিশোরী মুন্সিগঞ্জ জেলার সদর থানার কোওয়ার বড়বাড়ীর মৃত হাসান চৌধুরী মেয়ে।
নিহতের মা রীনা চৌধুরীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রওশন ফেরদৌস জানান,নিহত মীম কে তার মা ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় মৃত আলম চানেঁর বাসায় ভাড়ায় বসবাস করে আসছে। শুক্রবার রাত সাতটার দিকে নিহতের মা মিম কে বাসায় রেখে মাছ কিনতে বের হয়।প্রায় ত্রিশ মিনিট পর মা বাসায় ফিরে এসে ঘরের দরজা- জানালা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে কোন সারাশব্দ না পেয়ে শাবল দিয়ে চাপঁ দিয়ে জানালা ফাকঁ করে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচাঁনো তার মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পায়। এ সময় সে ডাক- চিৎকার করলে আশপাশের লোক এগিয়ে এসে তা দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়। স্থানীয়বাসীর নিকট সংবাদ পেয়ে রাত নয়টার দিকে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে নিহতের মৃত দেহ উদ্বার করে থানায় নিয়ে আসে। নিহত কিশোরীর মৃতদেহ ময়না তদন্তের বিষয়টি প্রক্রিয়াধীন বলে তিনি জানান।