পুকুরে মাছ ধরতে নিষেধ করায় প্রবাসীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।সোমবার (২৪ আগষ্ট) দুপুরে ফতুল্লা পিলকুনি এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় প্রবাসীর স্ত্রী রুমা আক্তার ফতুল্লা মডেল থানায় ফিটিংবাজ মুক্তি ও তার ছেলে মাদক বিক্রেতা নিলয়সহ ৪ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানাজায়, কাতার প্রবাসি সাখায়েত উল্লাহর বাড়ির সাথে থাকা নাসির উদ্দিনের পুকুরে নিলয় (২৫), মাছ ধরতে দেখে মেইন গেইটের সামনে থেকে একটু দূরে গিয়ে মাছ না ধরতে বলায় নিলয় ক্ষিপ্ত হয়ে তার সাথে মাছ ধরতে আসা তিন বন্ধুসহ চার জনে মিলে প্রবাসির উপরে হামলা চালায়। প্রানের ভয়ে প্রবাসী সাখায়েত উল্লাহ বাড়ির মেইন গেইট আটকিয়ে দিয়ে ভিতর থেকে তালা দিয়ে বসে থেকেও রক্ষা পায়নি। নিলয় ফোন করে তার সহযোগী ২৫/৩০ জন কিশোর গ্যাং সাথে নিয়ে মেইন গেইট উপর দিয়ে ভিতরে প্রবেশ করে দ্বিতীয় দফায় হামলা করে।
এ সময় তার স্ত্রী রুমা আক্তার স্বামীকে বাঁচাতে এলে তাকেও এলাপাথারী পিটিয়ে আহত করে। তার ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে তাদের সাথেও হামলাকারিরা বাকবির্তকে জড়িয়ে পরে ও হত্যার হুমকি দিয়ে চলে যায়।
এবিষয় তদন্তকারী কর্মকর্তা এস আই জাহাঙ্গীর বলেন, দুই পক্ষই অভিযোগ দায়ের করেছে । তবে মহিলার উপর হামলার ঘটনা সত্য। তাদের ডেকে ছিলাম মুক্তি ও তার ছেলে এখনো আসেনি।তারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।