নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা কুতুবপুরের আকনপট্টি এলাকাকে মাদক সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করে তুলতে পশ্চিম শাহী মহল্লা পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে। আর সেই কমিটিতে সাধারন সম্পাদক হিসেবে রয়েছেন আকনপট্রি এলাকা চিহিৃত মাদক স¤্রাজ্ঞী রানু বেগমের মামা মো.কামাল হোসেন। শুধু ভাগ্নি রানুই নয় রয়েছে রানুর ছেলে অপর মাদক ব্যবসায়ী চান্দু মিয়া। ভাগ্নি মাদক স¤্রাজ্ঞী আর পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক এ নিয়ে অনেকটাই গুঞ্জন শুরু হয়েছে,তাহলে কিভাবে মাদকমুক্ত আকনপট্রি গঠন করা হবে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, পুরো কুতুবপুরের মধ্যে আকনপট্রি একটি পুরাতন এলাকা সেখানে আরো ৩০/৪০ বছর পুর্ব থেকেই ঘনবসতি এবং মাদক অধ্যুষিত একটি এলাকা হিসেবেই পরিচিত। যারা মাদক বিক্রি করে তারা সকলেই কোন না কোন নেতা বা প্রভাবশালীর ছত্রছায়ায় করছে। অবশেষে দীর্ঘদিন পর অত্র আকনপট্রিকে মাদক মুক্ত করে যুবসমাজকে রক্ষা করতে গঠন করা হয়েছে পশ্চিম শাহী মহল্লা পঞ্চায়েত কমিটি। যেই কমিটির প্রতিটি সদস্য যুবসমাজ ও জনপ্রতিনিধিদের নিয়ে আকনপট্রিকে মাদক মুক্ত করে তুলবেন। কিন্তু আকনপট্রিতে সর্বাধিক আলোচিত মাদক বিক্রেতা হচ্ছে রানু বেগম ও তার ছেলে চান্দু। আর এ রানু হচ্ছেন নবগঠিত পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক মো.কামাল হোসেনের ভাগ্নি। এতেই বাধ সাজে স্থানীয়রা। তাদের মতে “সর্ষের ভিতরে ভুত” নামক সেই চিরচেনা গল্প। মামা সেক্রেটারী আর ভাগ্নি মাদক স¤্রাজ্ঞী। কিভাবে সম্ভব মাদক নির্মুল। আর যুবসমাজকে রক্ষার মন্ত্র। যদি রানুকে তার পরিবারসহ আকনপট্রিতে বসবাস করানোর সুযোগ দেয় আর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করাটা অনেকটা ‘ ঠাকুর ঘরে কে রে আমি কলঅ খাইনা’র মত অবস্থা হবে দাবী স্থানীয়দের।
এ বিষয়ে অবশ্য রানুর মামা নবগঠিত পশ্চিম শাহী মহল্লা পঞ্চায়েত কমিটি সাধারন সম্পাদক মো.কামাল হোসেন বলেন, রানু আমার ফুফাতো বোনের মেয়ে। আমরা রানুকে দেড় মাসের সময় বেধে দিয়েছি এ এলাকার ছাড়ার জন্য। শুধু রানু নয় যারাই এ ঘৃন্যতম পেশায় জড়িত থাকবে তাদের সবাইকে এলাকা ছাড়তে হবে।
এ বিষয়ে নবগঠিত পশ্চিম শাহী মহল্লা পঞ্চায়েত কমিটির সভাপতি মো.আবদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভাই রানুর পরিবারের সাথে কামালের তেমন সম্পর্ক নেই এবং কামাল সবসময় রানুদের বিপক্ষে কথা বলেন। তাছাড়া রানু যে বাড়িতে ভাড়া থাকে তার বাড়িওয়ালা ওকে দুই মাসের সময় দিয়েছে। ওরা এখান থেকে চলে যাবে।