ইউনিয়ন পরিষদ নির্বাচন অত্যাসন্ন। নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষনা করেছে আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি ইউপি নির্বাচন সম্পন্ন করবেন। সে সুবাদে কোমর বেধে মাঠে নামছে আগ্রহী প্রার্থীরা। নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউপিতে বেশী আলোচিত নির্বাচনের বিষয়টি। যেখানে ত্যাগী নেতারা উপেক্ষিত হচ্ছে নব্য আওয়ামী লীগার ও হাইব্রিডদের কারনে। এখানে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হিসেবে জসিমউদ্দিনকে ঘোষনা করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান। আর মাত্র ২০ টাকার বিনিময়ে দুই বছর আগে আওয়ামী লীগের সদস্যপদ সংগ্রহ করেছেন। হঠাৎ আওয়ামী লীগ নেতা বনে যাওয়া নৌকার মাঝি হতে উঠেপড়ে লেগেছে শিল্পপতি ফজর আলী। যিনি গোগনগর ইউপির প্রয়াত চেয়ারম্যান নওশেদ আলীর ছোটভাই।
আর্শ্চযের বিষয় হলো ফজর আলী কাচা টাকার মোহে পড়ে গোগনগরের অনেক সমাজ মাদবর, নেতাকর্মী, এমনকি বর্তমানে কিছু ইউপি মেম্বারও তার গুনগানে মশগুল হয়ে পড়েছে। ইউনিয়নের বিভিন্নস্তরের মানুষ সকাল ১০ থেকে গভীর রাত পর্যন্ত অবস্থান নেন শহরের ২নং রেলগেইট এলাকায় অবস্থিত ফজর আলী মালিকাধীন ফজর আলী ট্রেড সেন্টারে।
যদিও স্থানীয়দের মতে ফজর আলীর পরিবারের কোন সদস্য কখনও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলোনা। তবু তাকে আওয়ামীলীগের একজন ত্যাগী নেতা হিসেবে উপস্থাপন করতে সদর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদউল্লাহ আল মামুন ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন।
গত ২৪ আগষ্ট বিকালে পূরান সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২১ আগষ্ট বোমা হামলার প্রতিবাদে আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধানবক্তার বক্তব্যে মোহাম্মদ উল্লাহ আল মামুন বলেছিলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরে আইন-শৃংখলাবাহিনী ব্যাপক অভিযান চালিয়েছিলো নওশেদ আলীর বাড়িতে।নওশেদ ও ফজর আলী আওয়ামী লীগ করার কারনে।মামুনের এমন মিথ্যাচারে পুরো গোগনগর জুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
মুলত ফজর আলীর চাচাতো বোনের জামাই আসাদুজ্জামান আসাদ ওরফে মাউল্লাদের সাথে জাপানে বিবাহ সংক্রান্ত বিষয় এবং পরিবারের সাথে একটি জমির বিরোধ নিয়ে ২০০১ সালে প্রয়াত নওশেদ চেয়ারম্যানের বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়েছিলো বলেন জানান গোগনগরের অনেক বাসিন্দা। সে ঘটনায় একাধিক মামলাও হয়েছিলো। সেই সময় বর্তমানে গোগনগরের আলোচিত ব্যক্তি চেয়ারম্যান প্রার্থী ফজর আলী দেশে ছিলেন না ছিলেন প্রবাসে। আর সেই ঘটনায় ফজর-নওশেদ পরিবারকে ব্যাপক সহযোগিতা করেছিলেন আওয়ামীলীগ নেতা জসিমউদ্দিন,নাজির হোসেন ফকির,আজিজ মাষ্টারসহ অনেকেই।
এদিকে সকাল থেকে রাত পর্যন্ত ফজর আলী ট্রেড সেন্টারে ইউপির বিভিন্ন শ্রেনীর মানুষের ঘনঘন যাতায়াতে অনেকটাই ত্যাক্ত-বিরক্ত চেয়ারম্যান প্রার্থী ফজর আলী। ইউপির দুইজন রানিং মেম্বার এবং ওয়ার্ড আওয়ামীলীগের এক নেতা সাংবাদিকদের বলেছিলেন, সকাল থেকে রাত পর্যন্ত অনেকেই অবস্থান করেন। অনেকে সকালে আসেন আর রাতে যাওয়ার সময় একহাজার টাকা নিয়ে যান। তাদের কারনে ফজর আলী সাহেব তার ব্যবসায়ী সংক্রান্ত কোন কাজও করতে পারেন না। শুধু সাধারন মানুষ নয় অনেক আওয়ামীলীগের নেতাকর্মীরাও এখন ফজর আলীর অর্থের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। সারাদিনই ট্রেড সেন্টারে অবস্থান করেন কিছু টাকার জন্য বিনিময়ে নির্বাচনের সময় তার পক্ষে কাজ করবেন এবং একটি ভোট দিবেন। তবে দুই মেম্বার ও এক আওয়ামীলীগ নেতা ভাষ্যানুযায়ী ফজর আলী কাচা টাকার জন্যই গোগনগরের অনেক মানুষ বিশেষ করে নেতা ও মাদবর প্রকৃতির ব্যক্তিদের ফজর আলী ট্রেড সেন্টারে আনাগোনা। এ যেন ভোটের আগেই টাকার বিনিময়ে ভোট সংগ্রহের সামিল।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, শিল্পপতি ফজর আলীর টাকা পেছনে অনেকেই ছুটে চলেছেন। আমাদের অনেকের বিবেক-বুদ্ধি লোপ পেয়েছে তাই এগুলো করতে পারছি। টাকার কাছে নিজের আতœ সম্মানটাকে ধরে রাখতে পারছেনা। ফজর আলী নির্বাচন করবেন এবং তার কাছে প্রচুর টাকা আছে তাই বলে তার কাছে গিয়ে ধর্না দিয়ে বসে থাকতে হবে এটা কেমন কথা। দিন দিন যেভাবে তার ওখানে জনসমাগম বেড়ে চলছে কিছু……… তাতে মনে হচ্ছে “টাকার ভান্ডারে পরিনত হয়েছে ফজর আলী ট্রেড সেন্টার”টি।
আবার অনেকে বলেন, যিনি কখনও আওয়ামীলীগ করেনি তিনি এখন আওয়ামীলীগ নেতা বাহ কি আশ্চর্য বিষয়। আবার তাকে আওয়ামীলীগ নেতা বানাতে উঠেপড়ে লেগেছে কিছু স্বার্থান্বেসী নেতা। যাদের উদ্দেশ্যে হচ্ছে টু -পাইস করা। তবে বলাবাহুল্য যে, টাকার কারনেই এদের মত হাইব্রিড ক্যাটাগরীর ব্যক্তিরা হঠাৎ করে মস্তবড় মাপের আওয়ামীলীগের নেতা বনে যায়। আর তাদেরকে প্রতিষ্ঠিত করে তুলছে কিছু অর্থলোভী নেতারা।