ফতুল্লার পাগলা কুতুবপুরের আকনপট্টি এলাকাকে মাদক সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করে তুলতে পশ্চিম শাহী মহল্লা পঞ্চায়েত কমিটি গঠন করায় সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তবে তা অনেকটাই প্রশ্নবিদ্ধ করে তুলেছে কমিটির সাধারন সম্পাদককে নিয়ে। সম্পাদক হিসেবে যাকে নিযুক্ত করা হয়েছে সেই কামাল হোসেন ও তার স্বজনদের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। আকনপট্রি এলাকা চিহিৃত মাদক স¤্রাজ্ঞী রানু বেগমের মামা হচ্ছেন মো.কামাল হোসেন। শুধু ভাগ্নি রানুই নয় রয়েছে রানুর ভাগ্নে অপর মাদক ব্যবসায়ী চান্দু মিয়া। ভাগিনা-ভাগ্নি মাদক স¤্রাজ্ঞী আর পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক এ নিয়ে অনেকটাই গুঞ্জন শুরু হয়েছে,তাহলে কিভাবে মাদকমুক্ত আকনপট্রি গঠন করা হবে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, পুরো কুতুবপুরের মধ্যে আকনপট্রি একটি পুরাতন এলাকা সেখানে আরো ৩০/৪০ বছর পুর্ব থেকেই ঘনবসতি এবং মাদক অধ্যুষিত একটি এলাকা হিসেবেই পরিচিত। যারা মাদক বিক্রি করে তারা সকলেই কোন না কোন নেতা বা প্রভাবশালীর ছত্রছায়ায় করছে। অবশেষে দীর্ঘদিন পর অত্র আকনপট্রিকে মাদক মুক্ত করে যুবসমাজকে রক্ষা করতে গঠন করা হয়েছে পশ্চিম শাহী মহল্লা পঞ্চায়েত কমিটি। যেই কমিটির প্রতিটি সদস্য যুবসমাজ ও জনপ্রতিনিধিদের নিয়ে আকনপট্রিকে মাদক মুক্ত করে তুলবেন। কিন্তু আকনপট্রিতে সর্বাধিক আলোচিত মাদক বিক্রেতা হচ্ছে রানু বেগম ও তার ভাই চান্দু। আর এ রানু হচ্ছেন নবগঠিত পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক মো.কামাল হোসেনের ভাগ্নি। এতেই বাধ সাজে স্থানীয়রা। তাদের মতে “সর্ষের ভিতরে ভুত” আবার “গাছের তলা কেটে উপর থেকে পানি দেয়ার সামিল” মনে করছেন আকনপট্রিবাসী। মামা সেক্রেটারী আর ভাগ্নে ও ভাগ্নি মাদক স¤্রাজ্ঞী। কিভাবে সম্ভব মাদক নির্মুল। আর যুবসমাজকে রক্ষার মন্ত্র। যদি রানুকে তার পরিবারসহ আকনপট্রিতে বসবাস করানোর সুযোগ দেয় আর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করাটা অনেকটা ‘ ঠাকুর ঘরে কে রে আমি কলঅ খাইনা’র মত অবস্থা হবে দাবী স্থানীয়দের।
নাম প্রকাশে অনিচ্ছুক আকনপট্রি ও আশপাশ এলাকার অনেকে বলেন, প্রায় ১০ বছর আগেও এখানে একটি পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছিলো। সেই সময়েও এ কামাল হোসেন সাধারন সম্পাদক ছিলেন। আবার ১০ বছর পরে আরেকটি পঞ্চায়েত কমিটি। সেই পুর্বেও তিনি কমিটির অন্যতম কর্তা থাকাতেও কিন্তু এখান থেকে মাদকের “ম”কে নির্মুল করতে পারেনি এখন আবার সেই ব্যক্তি এ যেন “নতুন বোতলে পুরাতন মদের” মতই অবস্থা। এছাড়াও সেক্রেটারী কামালের বিরুদ্ধে গাজা সেবনের অভিযোগ তোলেন অনেকেই। এমনকি তার পরিবারের ২/১জন সদস্যও নাকি মাদকের সাথে যুক্ত রয়েছেন বলে জানান কিছু ব্যক্তি।
কেউ কেউ বলেন, সাংসদ শামীম ওসমানের নির্দেশ রয়েছে ভাল ব্যক্তিদের নিয়েই প্রতিটি এলাকায় গড়তে হবে পঞ্চায়েত কমিটি কিন্তু এখানে হয়েছে পুরোটা ভিন্ন। থানা পুলিশের উপস্থিতিতে যদি পঞ্চায়েত কমিটি গঠিত হতো তাহলে এলাকার যুবসমাজ রক্ষার্থে গঠিত এ কমিটি নিয়ে অনেকেই তাদের মতামত ব্যক্ত করতে পারতেন। কিন্তু এখানে অদৃশ্য ক্ষমতায় গঠন করা হয় এ কমিটি।
এ বিষয়ে কুতুবপুর আকনপট্রি এলাকায় বিট পুলিশের দ্বায়িত্বপ্রাপ্ত ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো.ইমানুর জানান,তরা মাদক ও অপরাধ নির্মুলে এখানে পঞ্চায়েত কমিটি গঠন করবে তা আমি আগে জানিনি। অনুষ্ঠানের একদিন পুর্বে আমাকে ফোন করে বলেন,স্যার আমরা অমুক দিন একটি মাদক বিরোধী সভা করবো আপনি অবশ্যই উপস্থিত থাকবেন। তাই আমি সেদিন উপস্থিত ছিলাম।
এ বিষয়ে অবশ্য রানুর মামা নবগঠিত পশ্চিম শাহী মহল্লা পঞ্চায়েত কমিটি সাধারন সম্পাদক মো.কামাল হোসেন বলেন, রানু আমার ফুফাতো বোনের মেয়ে। আমরা রানুকে দেড় মাসের সময় বেধে দিয়েছি এ এলাকার ছাড়ার জন্য। শুধু রানু নয় যারাই এ ঘৃন্যতম পেশায় জড়িত থাকবে তাদের সবাইকে এলাকা ছাড়তে হবে। আমাদেও এ কাজকে বেগবান করতে আপনাদের মত সাংবাদিকের সহযোগিতা প্রয়োজন।
এ বিষয়ে নবগঠিত পশ্চিম শাহী মহল্লা পঞ্চায়েত কমিটির সভাপতি মো.আবদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভাই রানুর পরিবারের সাথে কামালের তেমন সম্পর্ক নেই এবং কামাল সবসময় রানুদের বিপক্ষে কথা বলেন। তাছাড়া রানু যে বাড়িতে ভাড়া থাকে তার বাড়িওয়ালা ওকে দুই মাসের সময় দিয়েছে। ওরা এখান থেকে চলে যাবে।