আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ টেপুরা গ্রামের কাতার প্রবাসী মেয়ে শাহিনুর বেগমের বাড়ির পুকুর থেকে মা শাবানুর বেগম (৭০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাবানুরকে হত্যা করে মরদেহ পানিতে ফেলে রেখেছে বলে অভিযোগ পুত্রের। শাবানুর একই গ্রামের মৃত জব্বার হাওলাদারের স্ত্রী। মেয়ে শাহিনুর প্রবাসে থাকায় নাতি অন্তরকে নিয়ে সে ওই বাড়িতে কসবাস করতো।
আমতলী থানা এবং স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, কাতার প্রবাসী মেয়ে শাহিনুরের বাড়িতে বসবাস করে মা শাবানুর বেগম। সোমবার রাতে নাতি অন্তরকে (১২) নিয়ে ঘুমিয়ে ছিল সে। আজ মঙ্গলবার সকাল ৬টার সময় নাতি অন্তর ঘুম থেকে জেগে দেখেন তার নানি শাবানুর বেগম বিছানায় নেই। খুঁজতে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা। এক পর্যায়ে বাহিরে খুজতে গিয়ে দেখেন ঘরের সামনে পুকুরে তার নানী শাবানুরের মরদেহ ভাসতেছে। এসময় নাতি অন্তরের ডাকচিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে আমতলী থানার পুলিশ আজ (মঙ্গলবার) দুপুরের সময় পুকুর থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নাতি অন্তর বলেন, নানি শাবানুরকে নিয়ে রাতে আমি এক বিছানায় ঘুমিয়ে ছিলাম। সকালে তাকে বিছানায় না পেয়ে উঠে দেখি ঘরের দরজা খোলা এবং পুকুরে নানির মরদেহ ভাসতেছে।
নিহত শাবানুর বেগমের ছেলে শহীদুল ইসলাম হাওলাদার বলেন, আমার মাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ পুকুরে ফেলে রেখেছে। আমি এঘটনার বিচার চাই।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, মরদেহের থুতনি এবং গলায় আঘাতে চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে শাবানুরকে কেউ হত্যা করে লাশ পুকুরে ফেলে রেখেছে। লাশ ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে।