নারায়ণগঞ্জ সদর মডেল থানার গোগনগর ইউনিয়নের পুরান সৈয়দপুরে ব্যবসায়ী রবিন আহম্মেদ হত্যা প্রচেষ্টা মামলার প্রধান আসামী কাশেম সম্রাট সহ সকল আসামীরা জামিনে বের হয়ে এসে নতুন ভাবে উৎপাত শুরু করে দিয়েছে। মামলার বাদীকে মামলা তুলে নিতে প্রাননাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন রুবেল মেম্বার।
কাশেম সম্রাটকে প্রধান আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছিলেন মোঃ লুৎফুর রহমান।
মামলার বিবরণে জানা যায় পুরান সৈয়দপুর এলাকার মৃত হাজী মুল্লুক চান এর পুত্র মোঃ লুৎফর রহমান বাদী হয়ে চর সৈয়দপুর এলাকার দৌলত মেম্বারের পুত্র কাশেম সম্রাট,পুরান সৈয়দপুর এলাকার আব্দুল জলিলের পুত্র রানা ও সোহেল,খলিল মিয়ার পুত্র মোঃ বাবু,মৃত লাল মিয়ার পুত্র আব্দুল জলিল ও খলিল মিয়া,দৌলত মেম্বারের পুত্র ফয়সাল,আবুল মেম্বারের পুত্র শাহপরান ও বিজয়,কামাল হোসেনের পুত্র অরন্য,মৃত আক্কেল আলীর পুত্র চান বাদশা,সিটু মিয়ার পুত্র সালাউদ্দিন, মৃত বাদশা মাদবরের পুত্র মিজান,হযরত আলীর পুত্র সাইজদ্দিন,খলিল মাদবরের পুত্র মহসিনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় মামলা নং -২৩ তারিখ ২১/৬/২০২২ দায়ের করেন।
মামলায় বাদী লুৎফর রহমান উল্লেখ করেন চরসৈয়দপুরস্থ হাজ্বী আহম্মদ আলী ডর্কইয়ার্ড ভাড়া নিয়ে গত ২ মাস যাবত ব্যবসা পরিচালনা করে আসছি। বিবাদী কাশেম সম্রাট ও রানা এক মাস যাবত ডকইয়ার্ডে এসে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে আসছে। দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসী কাশেম সম্রাট ও রানা অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাননাশের হুমকি প্রদান করে।
ঘটনার দিন ২০ জুন রাত ৯ টায় উল্লেখিত সন্ত্রাসী সহ অজ্ঞাত নামা আরো ৮/১০ জন তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি ভাবে আঘাত করতে থাকে।
হাবিবুর রহমান ও রবিন বাঁধা দিতে গেলে তাদের হত্যার উদ্দেশ্য মাথায় রক্তাক্ত জখম করে। গুরুতর জখম অবস্থায় হাবিবুর ও রবিনকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আমরা উভয়কে আলী আজগর হাসপাতালে নিয়ে ভর্তি করি।
উল্লেখিত সন্ত্রাসীরা জাহাজ নির্মানের বিভিন্ন সরঞ্জাম যার মূল্য ৫০ লাখ টাকা নিয়ে যায়।
এ ব্যাপারে ইউপি মেম্বার রুবেল আহম্মেদ বলেন,কাশেম সম্রাট ও রানা এলাকায় দুর্ধর্ষ ন্ত্রাসী,চাঁদাবাজ ও খুনি হিসেবে পরিচিত। কাশেম সম্রাট ম্যানেজার জসিম হত্যা মামলার আসামী। রানা এক মহিলা মেম্বার কে গুলি করেছিল হত্যার উদ্দেশ্য। এদের উৎপাতে অতিষ্ঠ সাধারণ মানুষ।
রুবেল মেম্বার বলেন,দৌলত মেম্বারের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানা, মুন্সিগঞ্জ সদর থানা,বন্দর থানায় এবং কোর্টে ২৭টি মামলা ছিল। ছিল বহুলোকের সাথে শত্রুুতা।যেদিন দৌলত মেম্বার কে হত্যা করা হয় সেদিন আমার বড় ভাই কে নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ছিলাম।দৌলত মেম্বারের সাথে যেহেতু অনেকের শত্রুুতা ছিল। তাদের কেউ দৌলত মেম্বার কে হত্যা করতে পারে।আমাকে ও আমার লোকদের শত্রুুতা করে দৌলত মেম্বার হত্যা মামলায় আসামী করা হয়েছে। গত ৩১ জুলাই দৌলত মেম্বার মামলার বাদীকে মামলা তুলে নেয়ার জন্য আমি হুমকি দিয়েছি বলে থানায় যে জিডি করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট এবং কল্পকাহিনী বলে দাবী করেন রুবেল মেম্বার।
এলাকাবাসী জানান,দৌলত মেম্বারের পুত্র চিহ্নিত খুনী,চাঁদাবাজ,সন্ত্রাসী কাশেম সম্রাটের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় ১০টি মামলা রয়েছে। দৌলত মেম্বারের বিরুদ্ধে ২৭ টি মামলা ছিল তারমধ্যে ৩ টি হত্যা মামলা রয়েছে।সেগুলি হলো ৯৬ সালে সেনা সদস্য হত্যা মামলা নং -৯,১৯৯৮ সালে লায়লা পারভীন হত্যা মামলা নং -১১,২০১৮ সালে জসিম হত্যা মামলা নং -৩৭।
এছাড়াও ২০০৭ সালে চাল ডাকাতি মামলা নং-১,২০০১ সালে মুন্সিগঞ্জে পিয়াজ ডাকাতি মামলা নং -১, ২০১০সালে বন্দর থানায় ডাকাতি মামলা নং-১৬ বিদ্যমান রয়েছে। এছাড়াও দৌলত মেম্বারের বিরুদ্ধে চুরি,ডাকাতি,দস্যুপনা,জমিদখল,মারামারি,ছিনতাই সহ নানান অপকর্মের ২১ টি মামলা রয়েছে।
পুরান সৈয়দপুর এলাকাবাসী চরসৈয়দপুর এলাকার চিহ্নিত খুনী,চাঁদাবাজ,সন্ত্রাসী কাশেম সম্রাট,রানা,সোহেল,ফয়সালকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে রেব ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।