ফতুল্লার কুতুবপুরে মাদকের বিরুদ্ধে কথা বলায় সন্ত্রাসী কিলার আক্তার ও তার বাহিনীর মারধরের শিকার হয়েছেন নিরীহ যুবক। ঘরে ঢুকে স্ত্রীর সামনে হকিস্টিক দিয়ে হাত-পাঁ পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। সন্ত্রাসী কিলার আক্তার বাহিনীর ভয়ে কাউকে বলতেও নারাজ সেই নিরীহ যুবক।
রোববার (৩১ জুলাই) সন্ধ্যায় শাহী মহল্লার নিশ্চিতপুর এলাকার মাতলবের বাড়িতে ঘটনাটি ঘটে।
সরজমিনে গিয়ে জানাযায়, কুতুবপুর ইউনিয়নের নুরবাগ, নিশ্চিতপুর আদর্শনগর এলাকায় কিলার আক্তারের নিয়ন্ত্রণে চলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজী। এইসব এলাকার স্থানীয়রা কিলার আক্তারে অপকর্মের বিরুদ্ধে মুখ খুলতেও ভয়পায়। গত দুইদিন আগে মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে মোঃ বুলেটকে মারধর করতে থাকে আক্তার ও তার লোকজন। পরবর্তীতে বুলেটের ছোট ভাই মোঃ ওসমান আক্তারের বিরুদ্ধে প্রতিবাদ করে। সেই শত্রুতার জের ধরে ওসমানকে তার বাসায় ঢুকে স্ত্রীর সামনে মারধর করে এবং তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা চালায়। ওসমানের স্ত্রী কিলার আক্তারের কাছে স্বামীর প্রাণ ভিক্ষা চেয়ে তাকে রক্ষা করেন।
মারধরের শিকার নিরীহ যুবক মোঃ ওসমান জানান, আমি একজন ড্রাইভার, আমি ডিসি অফিসের কর্মকর্তা বাবুল স্যারের গাড়ি চালায়। গত শুক্রবার আমার বড় ভাই বুলেট মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলায় তাকে মারধর করে আক্তার ও তার লোকজন। আমি মারধর করতে নিষেধ করিলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার বাসায় ঢুকে আমার স্ত্রীর সামনে মারধর করে হত্যার চেষ্টা চালায়। আমি যদি এই বিষয়ে কাউকে জানায় তাহলে আমাকে তারা প্রাণে মেরে ফেলবে। তাই আমি তাদের ভয়ে থানা পুলিশ করি নাই এবং কাউকে জানায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, আক্তার থেকে কিলার আক্তার হয়ে উঠার বিভিন্ন অজানা কাহিনী। রসুলপুর এলাকায় চাকদা স্টিল এন্ড রোলিং মিলের দারোয়ান হুজুর হত্যা, ২০০৯ সালে মুসলিম নগর এলাকায় গুলি করে বাংলালিংক কোম্পানির টাকা ছিনতাই করতে গিয়ে পিস্তলসহ গ্রেফতার, ২০০৯ সালে পাগলা এলাকায় হাবিবুল্লা ও মীর হোসেন মীরুকে গুলি করে হত্যা চেষ্টাসহ একাধিক গুমখুনে জড়িয়ে তার নাম কিলার আক্তার হিসেবে পরিচিত হয়ে যায়। পরবর্তীতে একাধিকবার জেল খেটে বাহিরে এসেও তার সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। কিলার আক্তার ও তার বাহিনী অত্যাচারে অতিষ্ঠ জনসাধারণ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি এলাকাবাসীর