ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি ধারালো অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফতুল্লার কাশিপুরের দেওয়ান বাড়ি ব্রিজের ঢালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি রাম দা, একটি চাইনিজ চাপাতি ও একটি অত্যাধুনিক সুইচ গিয়ার উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার মধ্য মুসলিম নগরের ফিরোজের বাড়ির ভাড়াটিয়া শহিদুল্লাহ মিয়ার ছেলে ইমন (২১), একই বাড়ির ভাড়াটিয়া রুহুল আমিনের ছেলে মো. নাসির (২৪) ও গাবতলী আমেনা গার্মেন্টস সংলগ্ন মজিবুর রহমানের ছেলে মোস্তাকিম রহমান আকাশ (২৩)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ১৪-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির জন্য শলা-পরামর্শ করছিল। এমন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির (টু) সঙ্গীয় ফোর্স নিয়ে কাশিপুর দেওয়ান বাড়ি ব্রিজের নীচে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ইমন, নাসির ও আকাশকে গ্রেফতার করে। এসময় রাকিব (২৫), পারভেজ (২৫), ফাহিম (২২), শরিফ ওরফে চাক্কু শরিফ (২৫), হিরা (৩০), ফেরদৌস (২৮), শাক্কু (২৯), শাওন(২৪), কৃষ্ণা (২৭) ও সালাউদ্দিন ওরফ সালু (৩০) সহ অজ্ঞাতনামা আরো ২-৩ জন পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের নিকট থেকে পুলিশ একটি রামদা, চাইনিজ চাপাতি ও অত্যাধুনিক সুইচ গিয়ার উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার অপরাধী। ডাকতির প্রস্তুতিকালে তাদেরকে অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। পালিয়ে যাওয়া ডাকাত দলের অপর সদস্যদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি জানান।