নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী লক্ষীনগর গ্রামে স্ত্রীর পরকিয়া প্রেমের বাঁধা দেয়ায় ইসমত আরা নিজেই ইদুর মারার ঔষধ সেবন করে উল্টো স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে বলে দাবী করেছেন ইসমত আরার স্বামী মীর আলমগীর হোসেন।
অপর দিকে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা প্রচেষ্টা মামলার আসামী হয়ে ফেরারী জীবনযাপন করছে মীর আলমগীর সহ তার পরিবারের সদস্যরা।
সোমবার (২২আগষ্ট) সকালে চাষাড়ায় গনমাধ্যম কর্মীদের নিরীহ মীর আলমগীর হোসেন বলেন,আমার স্ত্রী অন্য পুরুষের সাথে পরকিয়া আসক্ত ও মোবাইল ফোনে ফেইসবুকে একাধিক ছেলের সাথে সময় কাটায়। আমি ও আমার পরিবারের লোকজন তাকে এসব কুকর্ম ছেড়ে দিতে বলায় নাসরিন নামে একটি মেয়েকে নিয়ে আমাকে সন্দেহ করে। আমি নাকি পরকিয়ায় আসক্ত।এ নিয়ে আমার সাথে কথা-কাটাকাটি হলে ইসমত আরা নিজেই ইদুর মারার ঔষধ সেবন করে আত্মহত্যার চেষ্টা চালায়। ( যার কয়েক মিনিটের একটি ভিডিও চিত্র গনমাধ্যম কর্মীদের কাছে সরবরাহ করে) আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে সুস্থ করে তুলি।
ইসমত আরা পরকিয়ায় ও মোবাইলে এতটা আসক্ত হয়ে পড়ে যে তার যে ২ টি সন্তান রয়েছে তাদের সেবা যতœ করতে ভূলে যায়। এতে করে সন্তান ২ টি দিন দিন মানসিক ও শারিরীক ভাবে দূর্বল হয়ে পড়ে।
এটা ইসমত আরার পরিবারকে জানানো হলেও তারা গুরুত্ব দেয়নি। একপর্যায়ে সন্তান ফেলে ইসমত আরা বাবার বাড়ি চলে যায়। তাদের কু পরামর্শে ফতুল্লা মডেল থানায় একটি সাজানো ও বানোয়াট মামলা দায়ের করে। সেই মামলায় মীর আলমগীর, তার ভাই কবীর মীর,বোন মাহমুদাকে আসামী করে মামলা করা হয়।এতে করে তারা আতœগোপনে চলে যায়। নিষ্পাপ সন্তান ২ টি তার পিতার জন্য পাগলপ্রায়।
এলাকাবাসী সুত্রে জানা যায়,ছেলে ও মেয়ের পরিবারের মধ্যে অনেকদিন যাবত বিরোধ চলে আসছে।গ ত ১৩ আগষ্ট ইসমত আরা বিষপান করেছে শুনে মধ্যনগর হতে মেয়ের বাড়ির লোকজন গিয়ে মীর আলমগীর কে ব্যপক মারধর করে। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে এসআই সোহাগ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। পরে থানায় মামলা গ্রহন করেন। সেই মামলায় মীর আলমগীর ও তার পরিবার আতœগোপন করেন। বিষয়টি ইউপি চেয়ারম্যান হাজ্বী শওকত আলী কে জানানো হয়েছে বলে জানান এলাকাবাসী।
মীর আলমগীর হোসেন আরো জানান,আমার সমন্দির স্ত্রী নাসরিনকে নিয়ে একটি অপপ্রচার চালায় আমার নাকি পরকিয়া রয়েছে। যা মিথ্যা ও বানোয়াট। নাসরিনকে আমি বড় বোনের মতো দেখি।ইসমত আরা নিজের পরকিয়ার বিষয়টি ধামাচাপা দিতে এই নাটক সাজায় এবং মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে।
এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করা হলে ইসমত আরার বিষপান ও পরকিয়ার রহস্য উম্মোচন হবে বলে জানান মীর আলমগীর।