নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের চর বক্তাবলীতে সামেদ আলী বাহিনীর সন্ত্রাসী হামলা,লুটপাট,মারধরে ৩ জন আহত হয়েছে।
এ ঘটনায় সামেদ আলী বাহিনীর সন্ত্রাসী গনি,আরিফ,রাজিব,আবুল গংদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ আগষ্ট) দুপুর আড়াইটায় বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী শওকত আলীর বড় ভাই সুলতানের বসতবাড়িতে।
এলাকাবাসী জানান,আকবরনগর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ,খুনী,ডাকাত,ভূমিদস্যু সামেদ আলী বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মাটি ব্যবসায়ী জয়নাল আবেদীন হত্যা মামলার আসামী সহ ২০/২৫ টি মামলার আসামী গনির নেতৃত্বে সামেদ আলীর পুত্র আরিফ,রাজিব,আবুল,রুপ চানের পুত্র আবু তালেব,ফুলু মাদবরের পুত্র নবী ও কবির সহ ১০/১২ জনের সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মৃুত সুলতানের বাড়িতে প্রবেশ করে জুয়েল এর স্ত্রী সুরাইয়া,মৃত সুলতানের স্ত্রী জহুরা বেগমকে মারধর করে স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। বাড়ির মেইনগেইট ভাংচুর করে।শওকত আলী চেয়ারম্যানের নাতি আরিফ কে অপহরন করে নেওয়ার সময় এলাকাবাসীর প্রতিরোধের কারনে সন্ত্রাসীরা আরিফকে রেখে পালিয়ে যায়।
ঘটনার বিবরনে জানা যায়,বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী ভাতিজা নুরুল হকের শ্যালক রফিকের কাছ থেকে আকবরনগরের চিহিৃত সন্ত্রাসী গনির নিকট ১০০০ টাকাধার নেয়। রফিক ধারের টাকা গনির নিকট হতে ফেরত। এতে করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।গনি রফিককে মারতে গেলে নুরুল হক প্রতিবাদ করে। এতে করে গনি দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে চেয়ারম্যানের ভাই সুলতানের বাড়িতে হামলা করে।
নাম প্রকাশে স্থানীয় বাসিন্দারা বলেন,শওকত আলী চেয়ারম্যান সাহেব সামেদ আলীর পক্ষে ছিলেন এবং এখনো আছেন।কিন্তু সেই সামেদ আলী বাহিনীর সন্ত্রাসীরা শওকত আলী চেয়ারম্যান কে ছাড় দিলোনা।তার বাড়িতেও হামলা করতে দ্বিধাবোধ করেননি।
এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি।