নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর রাধানগরে ড্রেজারের পানিতে জমির ফসল নষ্ট হওয়ায় প্রতিবাদ করায় জাকির হোসেন কে মারধর করেছে সাবেক মেম্বার জলিল গাজী। ঘটনাটি ঘটেছে গত বুধবার (৭ আগষ্ট) সন্ধ্যায় রাধানগর স্কুল সংলগ্ন স্থানে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার জলিল গাজী সরকারী ২ টি রাস্তার অনুমতি না নিয়ে রাস্তা কেটে ড্রেজারের পাইপ বসিয়ে বালু ফেলতে থাকে।বালুর সাথে আসা পানিতে জাকির হোসেনের জমিতে লাগানো লাউ গাছ নষ্ট হলে জাকির হোসেন সাবেক মেম্বার জলিল গাজী কে অবগত করলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাবেক মেম্বার জলিল গাজী জমির মালিক জাকির হোসেনকে মারধর করে।
তারা জানান, সরকারী কোন অনুমোদন না নিয়ে জলিল গাজী চররাধানগর রাস্তা ও রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেয়াল ভেংঙ্গে ড্রেজারের পাইপ স্থাপন করে বালু ফেলার কাজ শুরু করে। প্রসন্ননগর গ্রামের জাকির হোসেন তার জমিতে লাগানো লাউগাছ ড্রেজারের পানি ও বালুতে ক্ষতিগ্রস্ত হচ্ছে একথা জলিল মেম্বার কে জানালে সমাধান না করে উল্টো মারধর করায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসী মাঝে। ৩ দিন অতিবাহিত হলেও বিচার না হওয়ায় জাকির হোসেন চরম নিরাপত্তা হীনতার মধ্যে জীবন যাপন করছে।
এ ব্যাপারে সাবেক মেম্বার জলিল গাজী মুঠোফোনে বলেন, এ ধরনের কোন ঘটনা ঘটেনি। আনীত অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।