ফতুল্লার কাশিপুর এলাকার মুর্তিমান আতংক রাজু প্রধান ও তার বাহিনীর বিরুদ্ধে লাঠি মিছিল করেছে ইফপির ৭ নং ওয়ার্ডবাসী। শুক্রবার বিকেলে এলাকার নুর মসজিদ এলাকায় এ বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, কিছু প্রভাবশালী ব্যক্তি ছত্রছায়ায় অনেকটাই বেপরোয়া হয়ে উঠেছে রাজু ও তার বাহিনী। গত সপ্তাহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজু বাহিনীর সদস্যরা এলাকায় ব্যাপক তান্ডব চালিয়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,অটো গাড়ির গ্যারেজে হামলা চালিয়ে ভাংচুর,গাড়ি নিয়ে যাওয়াসহ বাসায় প্রবেশ করে এক মহিলাকে কুপিয়ে রক্তাক্ত জখমের ঘটনা ঘটায়। তারা অনতিবিলম্বে রাজু প্রধান ও তার বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবী জানায় জেলা পুলিশ সুপার ও র্যাব-১১’র প্রতি।
এদিকে রাজু বাহিনীর বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভের পর তার চাচা নিজ বাড়িতে হামলা চালিয়ে ঘটনা অন্যখাতে প্রভাবিত করার চেষ্টায় লিপ্ত হয়েছে বলে জানান স্থানীয়রা। রাজু প্রধান বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে ৭ নং ওয়ার্ডে বসবাসকারী প্রতিটি মানুষ। চাদাঁবাজি,মাদক,সন্ত্রাস,চুরি-ছিনতাই,বাড়ি দখলসহ এমন কোন অপকর্ম নেই যা তার বাহিনীর মাধ্যমে হয়না। ৭ নং ওয়ার্ডে নতুন বাড়ি নির্মান,জমি বিক্রয়,রড়-সিমেন্ট-ইট-বালু জোড়পুর্বক নেয়ার হুমকী প্রধান ছাড়াও বিভিন্ন অপকর্ম করে বেড়ায় রাজু প্রধান। রাজু প্রধানের বিরুদ্ধে সদর ও ফতুল্লা মডেল থানায় প্রায় দেড় ডজনের অধিক মামলা রয়েছে।