আমতলী(বরগুনা)প্রতিনিধি,রেজাউল করিম হাদী:- ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। গ্রেফতারকৃত চার ডাকাতকে মঙ্গলবার দুপুরে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া খালে সোমবার রাত ১০টার সময়।
জানা যায়, উপজেলার আড়পাঙ্গাশিয়া খালে ৮-১০ জনের ডাকাতদল ট্রলারযোগে এসে সোমবার রাত ১০ টার দিকে আড়পাঙ্গাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে নোঙ্গর করে। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় স্থানীয়রা টের পেয়ে আমতলী থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ স্থানীয় জনতার সহায়তায় কালাম মৃধা(৫০),ফোরকান প্যাদা (৩৬),নান্নু গাজী (৩০) ও শাহীন খানকে (২২) গ্রেফতার করে। পরে ওই ট্রলারে তল্লাশী চালিয়ে দশটি দেশীয় অস্ত্র, দুটি খেলনা বন্দুকসহ ট্রলারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কালাম মৃধাকে প্রধান আসামী করে থানার ডাকাতির প্রস্ততি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আমতলী থানার একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গ্রেফতারকৃত চার ডাকাতের বাড়ী হলদিয়া ইউনিয়নের চিলা গ্রামে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দাদন মিয়া বলেন, স্থানীয় জনতার সহায়তায় চার ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
আমতলী থানার ওসি এ.কে.এম মিজানুর রহমান বলেন, চার ডাকাতের বিরুদ্ধে ডাকাতির প্রস্ততির মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।