ফতুল্লার কাশিপুরের ৭নং ওয়ার্ডের মুর্তিমান আতংক রাজু প্রধানের আস্তানা থেকে পুলিশ বিপুল পরিমান বোমা ও বহু সংখ্যক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে দেওভোগ বাশমুলি এলাকায় রাজু প্রধানের আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ দেশী তৈরি ধারালো অস্ত্র, হাতুড়ি, লোহার পাইপ, শাবলসহ বিপুল পরিমান বোমা উদ্ধার করে। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি ফতুল্লা থানা পুলিশ।
অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানায়, দীর্ঘদিন যাবৎ রাজু প্রধান ও তার সহযোগিরা দেওভোগ বাশমুলি এলাকার জনৈক আলী আকবরের বাড়ীর একটি কক্ষ জবর-দখল করে সেটাকে নিজেদের আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিলো।
সোমবার রাত ১১টায় রাজু প্রধান ও তার সহযোগীদের দখলকৃত আস্তানায় অভিযান চালানো হয়। সেখান থেকে ২ শত বোমা ও দেশীয় তৈরি ছোট-বড় ১৫টি ধারালো অস্ত্র, হাতুড়ি, শাবল ও লোহার পাইপ উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
তিনি আরো জানান, ভোলাইল, কাশিপুর ও দেওভোগ এলাকায় এ রকম আরো জবর দখলকৃত বেশ কয়েকটি আস্তানা রয়েছে রাজু প্রধান বাহনীর।
উল্লেখ্য যে, কাশিপুর ইউপির ৭নং ওয়ার্ডের বাসিন্দা রিয়াজ প্রধান ও পারভীন দম্পত্তির দুই ছেলের মধ্যে রাজু প্রধান এখন উক্ত ওয়ার্ডবাসীর কাছে আতংকের একটি নাম। যে নামটি শুনলে সাধারন মানুষের মাঝে ভীতি সৃষ্টি হওয়া ছাড়া অন্য কিছুই না। বাবা রিয়াজ প্রধান, মাতা পারভীন আক্তার ও চাচা সফিকুল প্রধানের অনৈতিক প্রেরনায় রাজু প্রধান এখন কাশিপুর নুর মসজিদসহ আশপাশ এলাকায় আতংকিত ব্যক্তির নামে পরিচিত। মাদক, সন্ত্রাস, চুরি-ছিনতাই, জবর-দখল, নারাী দিয়ে দেহ ব্যবসাসহ এমন কোন অপকর্ম নেই যা রাজু প্রধানের দ্বারা সংগঠিত হয়নি। তার বাহিনীর অন্যতম সদস্যরা হলেন- রাসেল, রাশেদ, রাসু, জান্নাত, দোলন, বাবু, রাকিব, আমিনসহ আরো প্রায় ২৫/৩০ জন। পুলিশ এদেরকে খুজে না পেলেও তার অন্তরালে থেকে রাজু প্রধানের পক্ষে এখনও বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে জানায় স্থানীয়রা।
নারায়ণগঞ্জের কয়েকটি থানায় প্রায় ২৩টি মামলা রয়েছে এ আতংকিত রাজু প্রধানের বিরুদ্ধে পাশাপাশি বাবা রিয়াজ প্রধানের বিরুদ্ধে রয়েছে প্রায় ৮টি মামলা।
স্থানীয়দের দাবী রাজু প্রধানের আস্তানা থেকে শুধুমাত্র অস্ত্র উদ্ধার করে থেমে থাকলে চলবে না। আমরা যারা এখানে বসবাস করছি তাদেরকে শান্তিতে বসবাস করতে পুলিশকে অনুরোধ করবো তারা যেন অনতিবিলম্বে রাজু প্রধানকে তার সঙ্গীয়সহ গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসেন।