চট্টগ্রামে বিরিয়ানি খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওসমান হারুন ওরফে মিন্টু (৪৪) একজন রিকশাচালক। আজ বৃহস্পতিবার নগরের আগ্রাবাদ ব্যাপারীপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে বন্দর থানা-পুলিশ।
গত ১৭ সেপ্টেম্বর বন্দর থানার পোর্ট কলোনি এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে সুরমা নামের আট বছরের এক কন্যাশিশুর লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটি নগরের হালিশহর বড়পুল এলাকায় পরিবারের সঙ্গে থাকত। শিশুটির বাবা রিকশাচালক। মা ভিক্ষা করেন। ঘটনার আগের দিন শিশুটি ভিক্ষা করার জন্য বাসা থেকে বের হয়। লাশ উদ্ধারের পর শিশুটির পরিবার বন্দর থানায় মামলা করে।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) কিশোর মজুমদার প্রথম আলোকে বলেন, তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে শিশুটিকে এক রিকশাচালক বিরিয়ানি খাওয়ানোর কথা বলে রিকশায় তুলে নিয়ে যান। পরে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে রিকশাচালক ওসমানকে শনাক্ত করা হয়। কিন্তু ছদ্মবেশে থাকায় তাঁকে ধরতে কষ্ট হয়। শেষে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে আজ ব্যাপারীপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কিশোর মজুমদার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান জানিয়েছেন, বটের বিরিয়ানি খাওয়ানোর কথা বলে শিশুটিকে রিকশায় তুলে নেন তিনি। পরে বিরিয়ানি খাইয়ে পোর্ট কলোনির পরিত্যক্ত ভবনে নিয়ে যান। ধর্ষণের পর শিশুটিকে হত্যা করেন।