এখনও অধরা রয়েছে কাশিপুরের বহু অপকর্মের হোতা রিয়াজ প্রধানের ছেলে রাজু প্রধান ও তার সহযোগিরা। সহযোগিরা পুলিশের হাতে ধরা পড়লেও এখনও অধরা থাকা কাশিপুর ইউপির ৭ নং ওয়ার্ডবাসীকে বিভিন্ন অপকর্মের যোগান দিচ্ছেন রিয়াজ প্রধানের ছেলে একাধিক মামলার আসামী ও স্থানীয়দের কাছে আতংকবাজ রাজু প্রধানের অন্যতম সহযোগি আবু বক্কর সিদ্দিকের ছেলে রাশু, নুরুল হাওলাদারের ছেলে শামীম এবং নিজাম ড্রাইভারের দুই ছেলে রাসেল ও রাশেদ।
আতংকবাজ বহু অপকর্মের হোতা রাজু প্রধানের অন্যান্য সঙ্গীয়ররা ধরা পড়লেও এখনও ধরা পড়ছেনা রাজু প্রধান ও সেকেন্ড ইন কমান্ড মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ রাশু, রাশেদ ও রাসেল গংরা। প্রায় দু’সপ্তাহ আগে রাজুর ভাই সাজু প্রধান ও তার ৬ সহযোগীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তবে এখনও পালিয়ে বেড়াচ্ছে রাজু প্রধানের অন্যতম সহযোগী সাল্লু, রাশেদ ও রাসেল গং।
স্থানীয়রা জানান, রাজু প্রধানের অন্যতম সহযোগী হিসেবেই কাজ করতো রাশু আর রাশুর নির্দেশে রাশেদ ও রাসেলগংরা এলাকার বিভিন্ন বাসাবাড়ি,রিক্সা গেরেজগুলোতে অকারনেই প্রবেশ করে তাদেরকে জিম্মি করে অনৈতিকভাবে আদায় করতো টাকা।কোন বাড়ির মালিক ও গেরেজের মালিক দাবীকৃত টাকা দিকে অস্বীকৃতি জানালেই রাজু প্রধানের মাধ্যমে তাদের উপর চলতো নির্যাতনের ষ্টিম রোলার। এছাড়াও রাজু প্রধানের ইট-বালু-সিমেন্টের ব্যবসাসহ একাধিক অবৈধ ব্যবসা দেখভাল করতো রাশু,রামেল,রাশেদ ও শামীমগং। এছাড়াও বিভিন্ন বাসা-বাড়ির মালিকদের মুঠোফোন নম্বর সংগ্রহ করে দেয়ার মুল দ্বায়িত্ব ছিলো রাশেদ-রাশু গং। রাশুর দ্বারা সংগৃহিত নম্বর দিয়ে রাজু প্রধান বিভিন্ন বাড়ির মালিকদেরকে ফোনের মাধ্যমে ভীতি প্রদান করে বিভিন্নভাবে চাঁদা দাবি করে তা সংগ্রহ করতো।
স্থানীয়রা জানান, রাজু প্রধান, রাশু, রাশেদ ও রাসেল গংরা এলাকার বাহিরে থেকেও এখনও তার মুষ্টিমেয় বাহিনীর মাধ্যমে এলাকাতে অরাজকতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। পাশাপাশি যারা রাজু প্রধান বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন তাদেরকেও বিভিন্নভাবে হুমকী প্রদান করছে। তারা দাবী করেন এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে পুলিশ প্রশাসনের সহযোগিতা একান্তই জরুরী। বর্তমানে পুলিশের সহযোগিতার কারণে আমরা কিছুটা হলেও স্বস্তির মাঝে দিন কাটাচ্ছি। তাদের প্রতি দাবি থাকবে পুলিশী টহল ব্যবস্থা যেন আরও বাড়িয়ে দেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল হক দিপু’কে ধন্যবাদ জ্ঞাপন করে স্থানীয়রা জানান, রাজু প্রধানের অন্যতম দুই হাতিয়ার রাশেদ, রাশু ও রাসেলকে অনতিবিলম্বে যেন গ্রেফতার করেন পুলিশ। পাশাপাশি রাজু প্রধান ও তার পিতা রিয়াজ প্রধান, চাচা শফি প্রধানকেও দ্রুত গ্রেফতারের দাবী জানান তারা।
অপরদিকে পলাতক থেকেও রাজু প্রধান ও তার পিতা মুঠোফোনের মাধ্যমে স্থানীয়দেরকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে জানিয়ে অনেকেই বলেন, আজ বা কাল তারা আবারও এলাকায় এসে তাদের ত্রাসের রাজত্ব কায়েম করবেন এবং যারা তাদের বিরুদ্ধাচারন করছেন তাদেরকে শায়েস্তা করবেন বলেও হুমকী দিচ্ছেন। গভীর রাতে রাজু প্রধান তার বাহিনীদের নিয়ে এখনও পর্যন্ত এলাকায় মোহড়া দিচ্ছেন বলে জানান অনেক বাসিন্দা। রাজু ও তার বাহিনীর অত্যাচারে এতটাই অত্যাচারিত হয়েছে স্থানীয়রা এখন ওর নাম শুনলেই যেন গা শিউরে উঠে তাদের। বাঁশমুলি, নুর মসজিদসহ আশপাশের প্রতিটি মানুষের ঘুমও হারাম করেছিলো এ রাজু প্রধান ও তার বাহিনীর সদস্যরা।
স্থানীয়রা জানান, প্রতিদিনই রাজু প্রধান তার সঙ্গীয়দের নিয়ে গভীর রাতে এলাকায় প্রবেশ করে অনেক ঘুমন্ত মানুষকে ঘুম ভাঙ্গিয়ে বিভিন্নভাবে ভীতি প্রদান করছে। তাদেরকে বলছেন, কিছুদিন অপেক্ষা কর দেখতে পাবি আমি কি এবং কতটা ক্ষমতাধর। যাদের পেছনে থেকে তোরা আমরা বিরুদ্ধাচারণ করছিস তাদের অবস্থা কি করে তুলবো তা হাড়ে-হাড়ে টের পাবি পাশাপাশি তোদেরকেও কি করবো তা কল্পনাও করতে পারবিনা। রাজু প্রধান, রাশেদ, রাসেল ও রাশুগংদের এমন হুমকীতে অনেকটাই দুঃশ্চিন্তার মাঝে দিনানিপাত করছেন ৭নং ওয়ার্ডে বসবাসকারী শান্তিকামী মানুষগুলো।