নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুরের ৭নং ওয়ার্ডের বাসিন্দা বহু অপকর্মের হোতা রিয়াজ প্রধানের ছেলে রাজু প্রধানকে অর্থনৈতিকভাবে সহযোগিতাকারী কে এই সোলেমান হোসেন সাইমন। এমনটাই ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মাঝে।
স্থানীয়রা জানান,দূর্ধর্ষ রাজু প্রধানের ফুফাতো ভাই সোলেমান হোসেন সাইমন ইকবাল ফকিরের ছেলে। এলাকায় নামমাত্র একটি এলপি গ্যাসের ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে রাজু প্রধানের বিভিন্ন অনৈতিক ব্যবসার পুজি সরবরাহ করছেন এ সাইমন। রাজু প্রধান বাহিনীর বিরুদ্ধে যখন স্থানীয়রা প্রতিবাদী হয়ে সোচ্চার হয়ে একত্রিতভাবে প্রতিরোধ গড়ে তুলেন ঠিক তখনই সোলেমান হোসেন সাইমন তার মা’কে দিয়ে রাজু প্রধানের পক্ষালম্বন করে প্রতিবাদীদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করেন ফতুল্লা মডেল থানায়।
স্থানীয়রা আরো জানান, ৭ নং ওয়ার্ডের পঞ্চায়েত কমিটির কয়েকজন সদস্য এবং স্থানীয় প্রতিবাদীদের বিরুদ্ধে সাইমন তার মা’কে দিয়ে একটি মিথ্যা মামলা করিয়ে সে বিনোদনের জন্য থাইল্যান্ডে চলে যায়। গত কয়েকদিন পুর্বে সাইমন দেশে ফিরে এসে বিবাদীদেরকে বিভিন্নভাবে হুমকী প্রদানও করছেন এ সাইমন। তিনি বলে বেড়াচ্ছেন,মাত্র একটি মামলা দিয়েছি আরো যে কয়টি মামলা দিবো তা টের পাবেনা। আর রাজু প্রধানের কিছুই করতে পারবেনা কারন ওর প্রধান অর্থনৈতিক হাতিয়ার কিন্তু আমি। তোমরা চেষ্টা করে যাও সফল হবেনা।
এদিকে পুলিশের হাতে ধরা পড়লেও এখনও অধরা থাকা কাশিপুর ইউপির ৭ নং ওয়ার্ডবাসীকে বিভিন্ন অপকর্মের যোগান দিচ্ছেন রিয়াজ প্রধানের ছেলে একাধিক মামলার আসামী ও স্থানীয়দের কাছে আতংকবাজ রাজু প্রধানের অন্যতম সহযোগি আবু বক্কর সিদ্দিকের ছেলে রাশু,নুরুল হাওলাদারের ছেলে শামীম এবং নিজাম ড্রাইভারের ছেলে রাসেল ও রাশেদ।
আতংকবাজ বহু অপকর্মের হোতা রাজু প্রধানের অন্যান্য সঙ্গীয়ররা ধরা পড়লেও এখনও ধরা পড়ছেনা রাজু প্রধান ও সেকেন্ড ইন কমান্ড মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ রাশু,রাশেদ ও রাসেলগংরা। প্রায় দু’সপ্তাহ আগে রাজুর ভাই সাজু প্রধান ও তার ৬ সহযোগীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তবে এখনও পালিয়ে বেড়াচ্ছে রাজু প্রধানের অন্যতম সহযোগী সাল্লু, রাশেদ ও রাসেল গং।
স্থানীয়রা জানান, রাজু প্রধানের অন্যতম সহযোগী হিসেবেই কাজ করতো রাশু আর রাশুর নির্দেশে রাশেদ ও রাসেলগংরা এলাকার বিভিন্ন বাসাবাড়ি,রিক্সা গেরেজগুলোতে অকারনেই প্রবেশ করে তাদেরকে জিম্মি করে অনৈতিকভাবে আদায় করতো টাকা। কোন বাড়ির মালিক ও গেরেজের মালিক দাবীকৃত টাকা দিকে অস্বীকৃতি জানালেই রাজু প্রধানের মাধ্যমে তাদের উপর চলতো নির্যাতনের ষ্টিম রোলার। এছাড়াও রাজু প্রধানের ইট-বালু-সিমেন্টের ব্যবসাসহ একাধিক অবৈধ ব্যবসা দেখভাল করতো রাশু,রামেল,রাশেদ ও শামীমগং। এছাড়াও বিভিন্ন বাসা-বাড়ির মালিকদের মুঠোফোন নম্বর সংগ্রহ করে দেয়ার মুল দ্বায়িত্ব ছিলো রাশেদ-রাশু গং। রাশুর দ্বারা সংগৃহিত নম্বর দিয়ে রাজু প্রধান বিভিন্ন বাড়ির মালিকদেরকে ফোনের মাধ্যমে ভীতি প্রদান করে বিভিন্নভাবে চাঁদা দাবি করে তা সংগ্রহ করতো। এভাবে বিভিন্ন ভাবে আদায়কৃত টাকার সিংহভাগ দেয়া হতো সাইমনকে।
স্থানীয়দের দাবী ফতুল্লা মডেল থানা পুলিশের প্রতি আবেদন তারা যেন অনতিবিলম্বে রাজু প্রধান ও তার সকল অপকর্মের অর্থ যোগানদাতা সোলেমান হোসেন সাইমনগংকে দ্রæত গ্রেফতার করা হউক।