নারায়ণগঞ্জের সদর উপজেলা ফতুল্লা পিলকুনি মোল্লা বাড়ির সামনে একটি ডোবা থেকে অজ্ঞাতনামা (৩৩) বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
ধারণা করা হচ্ছে হত্যাকারীরা হত্যা করে লাশটি ফেলে যায়। নিহত ব্যক্তির নাম পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আজ ৪ই নভেম্বর) শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে জরুরি সেবা ৯৯৯ নম্বরের কল পেয়ে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক এসআই,শাহাদাত হোসেন জানান, লাশের গলায় কালো দাগ রয়েছে । বৃহস্পতিবার রাতে কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ডোবায় রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে এবং হত্যার রহস্য উদঘাটনেও কাজ করছে পুলিশ।