নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের উত্তর গোপালনগর এলাকার জাকির হোসেন কে মারধর,ছিনতাই ও প্রাননাশের হুমকি প্রদান করায় রফিকুল ইসলামকে প্রধান আসামী করে ১২ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন উত্তর গোপালনগর এলাকার নুরুল ইসলামের পুত্র হাজ্বী জাকির হোসেন। মামলা নং-২০ তারিখ- ৭-১১-২০২২।
মামলার আরজি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- বিবাদী মধ্যনগর গ্রামের মজিবর কসাইয়ের পুত্র রফিকুল ইসলাম, উত্তর গোপালনগর গ্রামের মালেক বয়াতীর পুত্র আওলাদ, পূর্ব গোপালনগর গ্রামের মৃত আজগর আলীর পুত্র রশিদ আহম্মেদ, আকবর নগর গ্রামের সামেদ আলীর পুত্র গনি,উত্তর গোপালনগর গ্রামের মৃত মালেক বয়াতীর পুত্র আবুল হোসেন, মধ্যনগর গ্রামের রহমানের পুত্র সোহেল,আকবর নগর গ্রামের সামেদ আলীর পুত্র আরিফ, রাজিব, সজীব ও হৃদয়, সিপাহি পাড়ার মৃত দুলাল সিপাহির পুত্র কাদির সিপাহী, উত্তর গোপালনগর গ্রামের আওলাদ হোসেন এর পুত্র আশিক সহ অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে,আমার শাশুড়ী খোরশেদা বেগম উক্ত সকল আসামীদের বিরুদ্ধে বন্দর থানায় একটি হত্যা মামলা, যাহার নং ২৯/৪১৮,তারিখ -২১/১০/২০২২ইং দায়ের করে। আমার শাশুড়ির পক্ষ হইয়া উক্ত মামলাটি আমিই পরিচালনা করিয়া আসিতেছে। এরই ধারাবাহিকতায় গত ইং ২৮/১০/২০২২ তারিখ অনুমান সকাল ১১ টার সময় আমি সন্ধান পাইয়াছি যে,উক্ত সকল বিবাদীগন আসামী সোহেল সহ বক্তাবলীস্থ সিপাইপাড়া বাজারে অবস্থান করিতেছে। বিষয়টি আমি জানিতে পারি আমি নারায়ণগঞ্জ র্যাব’১১ কে মোবাইলের মাধ্যমে অবহিত করলে স্থানীয় লোকজনের সহায়তায় এজাহারনামীয় আসামি সোহেলকে ধরে রাখার জন্য তাহারা আমাকে নির্দেশ দেন। অতঃপর আমি ও আমার শ্যালক অপু সহ স্থানীয় লোকজনদের নিয়ে সিপাহীপাড়া বাজারে যাওয়া কালে সিপাহীপাড়া আলামিন জামাইয়ের দোকানের সামনে রাস্তায় গত ২৮ অক্টোবর সকাল প্রায় পৌনে ১২টায় ১নং বিবাদী রফিকুল এর নির্দেশে উল্লেখিত সকল আসামিরা বেআইনী ভাবে গতিরোধ করিয়া তাহাদের হাতে থাকা লাঠি সোঠা, লোহার রড দিয়া আমাদেরকে এলোপাতাড়িভাবে পিটাইয়া আমারও আমার সাথে থাকা সকলের শরীরের বিভিন্ন নীলা ফুলা জখম করে।
১নং আসামী রফিকুল আমার পরিহত প্যান্টের দুই পকেটে থাকা প্রায় ৪৫ হাজার টাকা এবং ২ নং আসামী আওলাদ আমার সঙ্গীয় শ্যালক অপুর হাতে থাকা আইটেল স্মার্টফোন আছাড় দিয়ে ভেঙে ১৫ হাজার টাকা ক্ষতি সাধন করে। আমার সাথে থাকা ইয়ার মাদবরের প্যান্টের পকেট হইতে আসামি কাদির সিপাই ২৫ হাজার টাকা জোরপূর্বক নেয়া যায়। আমাদের ডাক-চিৎকারে এলাকার লোকজন ঘটনা স্থলে আসিতে থাকিলে উল্লেখিত সকল বিবাদিরা আসামী সোহেলসহ তাহাদের বিরুদ্ধে দায়েরকৃত খুনের মামলা না উঠাইলে আমাকে সহ আমার শাশুড়ি ও তাহার পরিবারের লোকজনদের কে জীবনের তরে শেষ কইরা নদীতে ভাসিয়ে দিবে অথবা আমাকে ও আমার শাশুড়ীর পরিবারের সকলকে মিথ্যা মামলা দিয়া জেল খাটাবে বলিয়া হুমকি দিয়া ঘটনা স্থল থেকে চলিয়া যায়। বিবাদীদের হুমকি তে আমি সহ আমার শাশুড়ির পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগিতেছি।
মামলার বাদী জাকির হোসেন আরো জানান,উল্লেখিত আসামীরা হাইকোর্ট থেকে জামিনে বের হয়ে মামলা তুলে নিতে নানান ধরনের হুমকি-ধামকি প্রদান করছে। আমরা আসামীদের জামিন বাতিলের জন্য হাইকোর্টে যাব। আসামীরা বাইরে থাকলে তারা আমাকে সহ আমার পরিবার ও শাশুড়ীর পরিবারের সদস্যদেরকে খুন করতে পারে।
এ ব্যাপারে র্যাব ও এসপির হস্তক্ষেপ কামনা করছি।