বন্দরে মোবাইল চোর সন্দেহে আনু (২৪) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে এনে গাছের সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বন্দরের চৌরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বেধড়ক মারধরে আহত আনু হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে বন্দরের চৌরাপাড়া এলাকার মুছা মিয়ার একটি মোবাইল ফোন চুরি হয়। সন্দেহের তীর পড়ে প্রতিবেশী আনুর দিকে । পরে তাকে বাড়ি থেকে ডেকে এনে গাছের সঙ্গে বেধে মধ্যযুগীয় কায়দায় মুছা ও তার স্ত্রী নির্যাতন চালায়। তাদের বেধড়ক মারধরে মারাত্মকভাবে জখম হয় আনু। তার মুখ ও হাত পা থেতলে যায়। আনুকে মারধরের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
তারা জানান, প্রমাণ ছাড়া এভাবে মারধর করা আইনের লংঘন হয়েছে।