নিজস্ব প্রতিবেদক:- ফতুল্লায় এক নারী (১৫) শ্রমিককে হাত-পা বেধে ধর্ষনের অভিযোগ উঠেছে হোসিয়ারী মালিক জোবায়ের ওরফে হৃদয় মোল্লা (২৭) নামের এক লম্পটের বিরুদ্ধে। গত বুধবার দিবাগত রাত ফতুল্লার দাপা র্যামবো ডাইং সংলগ্ন ভাই ভাই হ্ইোসয়ারী নামক একটি প্রতিষ্ঠানের ভিতর এ ঘটনা ঘটে। এদিকে নীরিহ নারী শ্রমিক এবং তার পরিবারের সদস্যরা এ ঘটনায় মামলা দায়ের করতে চাইলেও স্থানীয় এক মহিলা মেম্বার এবং ক্ষমতাসীনদলের কিছু পাতি নেতার মিমাংসার নামে অব্যাহত হুমকির কারনে সম্ভব হয়ে উঠেনি বলে অভিযোগে জানানো হয়। পরবর্তীতে সাংবাদিকদের সহযোগিতায় নির্যাতিত ঐ নারী শ্রমিক ও তার পরিবারের সদস্যদের আইনগত বিভিন্ন সুযোগ সুবিধার নিশ্চয়তার আশ্বাসে এ ঘটনায় শনিবার রাতে ধর্ষনের শিকার নারী শ্রমিক কর্তৃক ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে ।
নারী শ্রমিক ঝর্না (ছদ্দনাম) জানান, গত এক বছর পূর্বে দাপা এলাকায় অবস্থিত ভাই ভাই হোসিয়ারী নামক একটি প্রতিষ্ঠানে নারী শ্রমিক হিসেবে যোগদান করেন তিনি। যোগদানের কিছুদিন পর থেকেই প্রতিষ্ঠানের মালিক জোবায়ের ওরফে হৃদয় মোল্লা বিভিন্ন সময়ে তাকে কু-প্রস্তাবসহ নানা ভাবে হয়রানী করে আসত। গত বুধবার রাতে নাইট ডিউটি করার কথা বলে লম্পট জোবায়ের ওরফে হৃদয় মোল্লা তাকেসহ আরো দুইজন শ্রমিককে থাকতে বলেন। এক পর্যায়ে কিছুক্ষন পর জোবায়ের তাকে পাশের রুমে ডেকে নিয়ে আসেন এবং রুমের লাইট নিভিয়ে দিয়ে তার হাত এবং পা রসি দিয়ে টেবিলের সাথে বেদে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করেন। ধর্ষন শেষে এ ঘটনার বিষয়ে কাউকে জানালে তার ছোট বোনকে হত্যা করবে বলে হুমকি প্রদান করা হয়। পরবর্তীতে ঐ নারী শ্রমিক তার ছোট বোনের জীবনের নিরাপত্তার কথা ভেবে কয়েকদিন ধর্ষনের ঘটনা গোঁপন রাখার পর মেয়েটির শারীরিক ভাবে অসুস্থবোধ করলে মেয়েটির মা’কে বিস্তারিত সব জানানো হয়। মেয়েটির মা এ ব্যাপারে আইনী সহযোগিতার জন্য ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার উম্মে কুলসুম আখিঁকে জানালে তিনি এ বিষয়ে পরে সিদ্ধান্ত নিবেন বলে জানিয়ে দেন। পূনরায় এ ঘটনার ২দিন পর আবারো ঐ মহিলা মেম্বারের দ্বারস্থ হলে মহিলা মেম্বার উম্মে কুলসুম আখিঁ মেয়েটির মায়ের সাথে দুঃব্যবহারসহ ঘটনাটি মিমাংসা করার জন্য চাঁপ প্রয়োগ করেন। অভিযোগ উঠেছে, ঐ মহিলা মেম্বার ভাই ভাই হোসিয়ারী প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ৪ লাখ টাকার বিনিময়ে ধর্ষনের ঘটনা ধামাচাপা দেয়াসহ নারী শ্রমিকসহ তার পরিবারকে এলাকা থেকে বিতারিত করার মিশন নিয়ে কাজ করছেন। বিষয়টি সাংবাদিকরা অবগত হলে ঘটনাস্থলে ছুটে যান ফতুল্লার স্থানীয় সাংবাদিকরা। এক পর্যায়ে ভোক্তভোগী ঐ নারী শ্রমিকের পরিবার এবং অভিযুক্ত হোসিয়ারী মালিকের বড় ভাইয়ের সাথে কথা বলেন সাংবাদিকরা। এ সময় তারা ঘটনার বিষয়ে বিস্তারিত সাংবাদিকদের জানান। পরবর্তীতে, নীরিহ নারী শ্রমিককে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিলে এ ঘটনায় সাংবাদিকদের সহযোগিতায় ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে। এ সময় সাংবাদিকরা ঘটনাস্থলে পরিদর্শনের সংবাদে ছুটে আসেন ফতুল্লা ইউপির ১,২,৩ নং ওয়ার্ডের নারী সদস্য উম্মে কুলসুম আখিঁ। সাংবাদিকদের দেখেই তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। এবং সব ব্যাপারে সাংবাদিকরা কেন হস্তক্ষেপ কেন করেন? এ কথা বলেই ধর্ষকের পক্ষে সাফাই গাইতে থাকেন!
এ ব্যাপারে মহিলা মেম্বার উম্মে কুলসুম আখিঁ সাংবাদিকদের বলেন, আপনারা কেন এ বিষয়টি ঘোলাটে করছেন। ছেলে ও মেয়ে নিজ সম্মতিতেই শারীরিক সর্ম্পক্য স্থাপন করেছেন। আমরা তা আলোচনার মাধ্যমে সমাধান করব যদি ‘বিয়ে দিতে হয় তাহলে বিয়ে পড়িয়ে দিব’। অণ্যথায় যেভাবে ভাল একটা সিদ্ধান্ত হয় আলোচনার মাধ্যমে সে মোতাবেককেই কাজ করব। ধর্ষনের মত সেনসিটিভ বিষয়ে সমাধান করার অধিকার আছে কিনা? এমন প্রশ্নের জবাবে কোন সদত্তর দিতে পারেননি তিনি।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার (ওসি) রিজাউল হক দিপুকে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক রাত ৯ টা ৪০ মিনিটে তার ব্যবহৃত মুঠো ফোনে ফোন করলে তিনি ফোনটি রিসিভ করেনি।