ফতুল্লার পাগলায় যানযট নিরসন কমিউনিটি পুলিশিং এর অফিস কার্যালয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে সাম্প্রতিক সময়ে আলোচিত হয়ে উঠা কুতুবপুরের স্বঘোষিত এমপি টেনু ও তার লোকদের বিরুদ্ধে।
গত ২ ফেব্রুয়ারী দিনে দুপুরে এই ঘটনা ঘটলেও গতকাল বুধবার (১৩ ফেব্রুয়ারী) রাতে থানায় অভিযোগ দায়ের করেন পাগলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম মুজা।
অভিযোগে পাগলা বাজার বহুমূখি সমবায় সমিতির সভাপতি শাহ-আলম গাজী টেনু’সহ সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বাচ্চু এবং তাদের সহযোগি আমির, বিল্লাল, জলিল, পিন্টু ও সম্রাট সহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে অভিযুক্ত করেন।
মোঃ মাজহারুল ইসলাম মুজা বলেন, আমি পাগলা বাজার যানযট কমিনিটি পুলিশিং এর সভাপতি। দীর্ঘ প্রায় ১০ বছর যাবত আমি সহ উক্ত পুলিশিং কমিটির ১৩জন সদস্য জনস্বার্থে পাগলা বাজারস্থ ডিএন সড়কে যানযট নিরসন করে জনসেবা নিশ্চিত করে আসছিলাম। পাগলা মেরীএন্ডারসন সংলগ্ন উক্ত পুলিশিং কমিটির অফিস কার্যালয় আছে। বিগত ১০ জানুয়ারী পাগলা বাজার বহুমূখি সমবায় সমিতির সভাপতি শাহ-আলম গাজী টেনুর বলয়ে অভিযুক্তরা আমাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আমাদের কার্যক্রম বন্ধ করে দেয়। অতঃপর তাদের নিজস্ব লোক নিয়োগ করে উক্ত সড়কটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে বিভিন্ন গণপরিবহন থেকে প্রকাশ্যে ও গোপনে চাঁদাবাজী শুরু করে। কেও যদি চাঁদা দিতে অস্বীকার করে, তাহলে তাহাদের শারীরিক ভাবে নির্যাতন করে। এমতাবস্থায় গত ২ ফেব্রুয়ারী বেলা ১১টার দিকে শাহ-আলম গাজী টেনু ও বাচ্চুর নির্দেশে তাদের সহযোগি আমির, বিল্লাল, জলিল, পিন্টু ও সম্রাট সহ অজ্ঞাতনামা ৩/৪ জন আমাদের অফিস কার্যালয়ে লুটপাট চালায় এবং কার্যালয় তালাবদ্ধ করে দেয়। আমি অসুস্থ থাকায় থানায় এসে অভিযোগ দায়ের করতে কয়েকদিন সময় বিলম্ব হয়েছে।
ফতুল্লা মডেল থানার এস.আই মোঃ মামুন মিয়া বলেন, থানায় অভিযোগ গ্রহণের পর আমাকে তদন্তের দায়ীত্ব দেয়া হয়েছে। তদন্ত চলছে। দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





















