নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষ আনম অলিউল্লার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণসহ অর্থ আত্মসাৎ এর বিষয়ে ইউএনওকে অবহিত করা হয়েছে।
রবিবার (২৮ জানুয়ারী) বিকাল ৪ টায় বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলীম মডেল মাদ্রাসার উন্নয়ন কমিটির সভাপতি মোঃ আব্দুল বারেক সদর উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম কে দূর্নীতির প্রমান সহ অবহিত করেন।
বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসার ঈদগাহ মাঠের মিম্বর তৈরি করার জন্য উন্নয়ন কমিটির প্রকল্প সভাপতি মোঃ আব্দুল বারেক ৫ লক্ষ ১১ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করেন।
পরে মিম্বর নির্মান ব্যয় হিসেবে সদর উপজেলা হতে মাত্র ২ লক্ষ টাকা প্রদান করা হয়।
একটি সুত্র হতে জানা যায়, বিশিষ্ট ব্যবসায়ী,দানবীর,শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুল বারেক সরকারী অনুদানের আশায় না থেকে নিজস্ব পকেট হতে ৫ লাখ ১১ হাজার টাকা ব্যয়ে মিম্বর টি নির্মান করে দেন। পরে উপজেলা হতে আব্দুল বারেকের নামে ২ লাখ টাকার চেক প্রদান করা হলে তিনি মাদ্রাসার একাউন্টে জমা করেন।
প্রকল্প সভাপতি মোঃ আব্দুল বারেক বলেন,২০২৩ সালের শেষের দিকে মাদ্রাসার দূর্নীতিবাজ, বাটপার ও চোর বলে খ্যাত অধ্যক্ষ আনম অলিউল্লাহ একসাথে ৩ লাখ ৩০ হাজার ৬১৬ টাকা তুলে নিজেই আতœসাত করেন। বর্তমানে মাদ্রাসার একাউন্টে ১৫৯৭.৬৫ পয়সা জমা রয়েছে। অথচ সরকার হতে প্রদত্ত ২ লাখ টাকা আব্দুল বারেককে ফেরত দেওয়ার কথা ছিল।অধ্যক্ষ ফেরত না দিয়ে পুরো ২ লাখ টাকা আতœসাত করে ক্ষান্ত হননি মাদ্রাসার একাউন্ট হতে আরো ১ লাখ ৩০ হাজার টাকার বেশী আতœসাত করেন। এর প্রমান পত্র আজ বিকালে মাদ্রাসার সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের নিকট জমা দেন বারেক ও সদু মেম্বার।
সচেতন এলাকাবাসী জানান,লোভী,বাটপার ও চোর হিসেবে পরিচিত অলিউল্লাহ মাদ্রাসার লিল্লাহ বোডিং ও উন্নয়নের নামে বিভিন্ন স্থান হতে টাকা কালেকশন করে থাকেন। সে টাকা মাদ্রাসার একাউন্টে জমা না করে ব্যক্তিগত একাউন্টে জমা করে নিজে ভোগ করে থাকেন। তার স্বেচ্ছাচারিতার কারনে মাদ্রাসাটি আজ ধ্বংস দ্বারপ্রান্তে।
আনম অলিউল্লাহ এর অপকর্মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন অভিবাবক ও এলাকাবাসী।





















