মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- প্রেম প্রত্যাখ্যাত হওয়ায় দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে।
গত তিন দিনেও ওই স্কুল শিক্ষার্থীর কোন খোঁজ না পেয়ে বৃহস্পতিবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহৃতার পিতা বাদী হয়ে মামলা দায়ের করেন।
ওই মামলায় আসামীরা হলেন, আমতলী উপজেলার পূর্বকেওয়াবুনিয়া গ্রামের মো. নুর সায়েদ আকনের ছেলে রবিউল (২৩), তার পিতা মো. নুর সায়েদ আকন, মাতা আকলিমা বেগম ও রবিউলের বন্ধু আরিয়ান গাজী। ।
ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ লায়লাতুল ফেরদৌস মামলাটি গ্রহন করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ রনজুয়ারা সিপু।
মামলা ও অপহৃত স্কুল শিক্ষার্থীর পিতার অভিযোগ থেকে জানা যায়, মামলার আসামীরা একই ইউনিয়নের বাসিন্দা। তার ১৫ বছরের নাবালিকা মেয়ে স্থানীয় একটি হাই স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করে। প্রধান আসামি রবিউল তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে পথেঘাটে উত্যাক্ত করে। বিষয়টি মেয়ে তার পরিবারকে জানায়। মেয়ের বাবা রবিউলের বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সামনে তাকে তার মেয়েকে উত্যক্ত করতে নিষেধ করেন। এতে রবিউল অপমানবোধ করে স্কুল ছাত্রীকে অপহরণ করার পরিকল্পনা করে।
বাদি ওই স্কুল শিক্ষার্থীর পিতা বলেন, আমার মেয়ে চলতি মাসের ৫ আগস্ট সকালে প্রাইভেট পড়তে বাড়ি থেকে রওনা দিয়ে শিক্ষকের নিকট যাবার পথে বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌছাইলে আসামী রবিউল ও তার বন্ধু আরিয়ান গাজি আমার মেয়েকে খুনের ভয় দেখিয়ে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। আমি রবিউলের বাবা মায়ের কাছে গিয়ে আমার মেয়েকে ফেরৎ দেয়ার জন্য বললে তারা আমার মেয়েকে ফেরৎ দেওয়ার কথা বলে আর দেয়নি। আমার ধারণা রবিউল আমার মেয়েকে কোথাও আটকে রেখে ধর্ষণ করেছে। আমার মেয়ে বেঁচে আছে কিনা তাও জানি না। তিনদিন পর্যন্ত খোঁজ করে আমার মেয়েকে পাইনি। রবিউলের কাছেই আমার মেয়ে রয়েছে।
প্রধান অভিযুক্ত রবিউলের ব্যবহৃত ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, এখন পর্যন্ত কোর্টের আদেশ হাতে পাইনি। আদেশ পেলে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।