নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকার শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী, হত্যা মামলার আসামি আওয়ামী দোসর আক্তার ওরফে কিলার আক্তারের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে।
এই ঘটনায় ভুক্তভোগী আশিক বাদী হয়ে গত ১৮ আগস্ট ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ আগস্ট শুক্রবার বিকেল ৪টার দিকে ফতুল্লার পাগলা পপুলার স্টুডিওতে অবস্থানকালে কিলার আক্তারসহ ৭-৮ জন সন্ত্রাসী অস্ত্রের মহড়া দিয়ে আশিককে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে ১৬ আগস্ট রাত ৯টা পর্যন্ত আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়। লোহার রড, পাইপ ও বিভিন্ন অস্ত্র দিয়ে বেধড়ক পেটানো হয় আশিককে।
এসময় তার কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। পাশাপাশি মুক্তিপণ বাবদ আশিকের পরিবারের কাছ থেকে ২ লাখ টাকা আদায় করে তারা। এরপর ভয়ভীতি ও খুনের হুমকি দিয়ে ১৬ আগস্ট রাতে পাগলা বাজারের পাশে ফেলে যায় ভুক্তভোগীকে।
অভিযোগে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে কিলার আক্তার ও তার বাহিনী কুতুবপুর এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। আওয়ামী লীগের ছত্রছায়ায় দীর্ঘদিন ব্যবসা চালালেও বর্তমানে বিএনপির কিছু স্বার্থান্বেষী নেতার সহযোগিতায় একই অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে সে।
কিলার আক্তারের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তালিকায় সে একজন মোস্ট ওয়ান্টেড আসামি। তার দৌরাত্ম্যে কুতুবপুরের সাধারণ মানুষ আতঙ্কে দিনযাপন করছে এবং দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে এলাকাবাসী।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারি কর্মকর্তা ওয়াসিম জানান, অভিযোগটি হাতে পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) শরিফুল ইসলাম জানান, অভিযোগের ব্যাপারে শুনেছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।