নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের ৬ নং ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠন নেতৃবৃন্দের উদ্যোগে বৌবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় দুই মাদক সেবন কারীকে আটক করে বিএনপির নেতৃবৃন্দ। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী বৌবাজার এলাকায় শাহ আলম হাওলাদারের সার্বিক সহযোগিতায় তাঁর বাড়ির ২ য় তলার ভাড়াটিয়া রনি ওরফে লেংরা রনির বাসা থেকে আনুমানিক ১ কেজি পরিমাণ গাঁজা ও গাজা- সেবনের সরঞ্জামাদি উদ্ধার কর। তবে রনি টের পেয়ে বাসা থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে ফতুল্লা মডেল থানায় ফোন করলে ঘটনাস্থলে উপস্থিত হয় এস আই মিরাজ সহ সঙ্গীয় ফোর্স। উদ্ধারকৃত গাঁজা সহ দুইজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
২৭ শে আগস্ট দিবাগত রাতে উক্ত মাদকবিরোধী অভিযানে, উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক রাজা, সাধারণ সম্পাদক ডিএম আহসান হাবিব, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক গাজী আনোয়ার, ৬ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সাংগঠনিক জাকির হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপি’র সমাজ কল্যাণ সম্পাদক বাবর প্যাদা, ৬ নং ওয়ার্ড বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিঠু, সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এই বিষয়ে এসআই মিরাজ বলেন দুইজন মাদক সেবনকারীকে আটক করেছে একজনের কাছে কিছু পাওয়া যায়নি আরেকজনের কাছে এক পুরিয়া গাঁজা পেয়েছে আর এক বাসা থেকে কিছু গাজা উদ্ধার করেছে কিন্তু বাসায় কাউকে পাওয়া যায়নি।