মোঃ হারুন অর রশিদ:- শনিবার (৩০ আগস্ট )জামালপুর জেলা বকশীগঞ্জ সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি: বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান সাবেক অধক্ষ্য খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ।
সহ-সভাপতি মোঃ নওশেদ আলী কমান্ডার, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক, বকশীগঞ্জ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক
সওদাগর। প্রিয় অতিথি মোঃ আব্দুর রশিদ অধক্ষ্য শেরপুর সরকারি কলেজ। খন্দকার শাকের আহাম্মেদ, বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ
উদ্বোধক বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।
বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি এডভোকেট আনিসুজ্জামান গামা, নূর মোর্তুজা মোল্লা, হেদায়েতুল হুসনা, ফেরদৌস মোল্লা, আকরাম হোসেন।
স্থানীয় দুটি ক্লাব এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়। খেলা উপভোগ করেন কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে সারা দেশে জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো।
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী ও ক্রীড়া সংগঠক। বিশ্বক্রিকেটে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে তাঁর অসামান্য অবদান রয়েছে। তিনি নিজেও একজন ক্রিকেটার ছিলেন।