নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে ধাওয়া করে পেশাদার ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের প্রত্যেকের কাছ থেকে ধারাল অস্ত্র জব্দ করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার অক্টোঅফিস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- জিয়া, সালাম, আরাফাত ও সিরাজুল ইসলাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ একত্রিত হওয়ার কথা স্বীকার করেছে। তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, রাত ২টার দিকে অক্টোঅফিস এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৪ ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ দেখে ৭-৮ জনের একটি ডাকাত দল পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া করে ৪ জনকে দেশীয় ধারাল অস্ত্রসহ আটক করা হয়। অন্যরা দৌড়ে পালিয়ে যায়। আটকদের নাম ঠিকানা যাচাইয়ের চেষ্টা চলছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





















