নেত্রকোনা জেলা প্রতিনিধি মোঃ বাবুল:-নেত্রকোনায় বাংলাদেশ ব্যুরো ব্যাংকে চাকরীর সুবিধার্থে একাধিক বিয়ে স্ত্রী নির্যাতন ও যৌতুকের অভিযোগ,নারীলোভী স্বামীর বিরুদ্ধে, আদালতে মামলা।
ঘটনাটি ঘটেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের বেখরীকান্দা শুনই গ্রামে, প্রতারক,যৌতুকলোভী,নারী নির্যাতনকারী,পরধন লোভী ও লম্পট স্বামী জুয়েল মিয়া ওরফে নয়নের বিরুদ্ধে কবিতা আক্তার নামে এক নারী যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়ে আদালতের বিচারের দারস্ত হয়েছেন।
অভিযুক্ত নারীলোভী ও লম্পট জুয়েল মিয়া ওরফে নয়ন একই গ্রামের মৃত,আব্দুল মালেকের ছেলে।
সূত্র জানায়, নারীলোভী ও লম্পট জুয়েল মিয়া ওরফে নয়ন এর সাথে কবিতা আক্তারের ছয় মাস পূর্বে দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে বিবাহ হয়। এর পূর্বেও নারী লোভী ও লম্পট জুয়েল মিয়া বাংলাদেশ ব্যুরো ব্যাংকের চাকরির সুবিধাতে পাশের উপজেলার মোহনগঞ্জ পুলি আক্তার নামে এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে বিবাহ আবদ্ধ হয়। প্রথম স্ত্রীর সাথেও চার বছর মামলা মোকাদ্দমা জেল জরিমানা ভোগ করেন নারীলোভী লম্পট জুয়েল মিয়া।
এদিকে,কবিতার মা-বাবা ও আত্মীয়-স্বজনকে ভুলিয়ে বালিয়ে প্রথম স্ত্রীকে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে নিজেকে সাধু বানিয়ে পারিবারিকভাবে কবিতাকে দ্বিতীয় বিয়ে করেন লম্পট নারীলোভ ও পরধনলোভী জুয়েল মিয়া ওরফে নয়ন।
২/৩মাস যেতে না যেতে লম্পট ও নারী লোভী কবিতার উপর টাকার জন্য অমানসিক নির্যাতন সহ যৌতুকের জন্য চাপ প্রয়োগ করেন। ৫লক্ষ টাকা শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে না এনে দিতে পারলে সে অন্যত্রে বিয়ে করবে বলে হুমকি দেয়। এর কিছুদিন পর চাকরির সুবিধাতে কবিতাকে বাপের বাড়িতে পাঠিয়ে নারীলোভী লম্পট জুয়েল গোপনে তৃতীয় বিয়ে করে বলে, মোবাইলে হুমকি দেয় এবং তৃতীয় স্ত্রীর ছবিসহ মোবাইল প্রোফাইলে ছেড়ে লম্পট নারী লোভী জানান দেন তিনি তৃতীয় বিয়ে সম্পন্ন করেছেন, এক প্রবাসী এক সন্তানের জননী স্ত্রীকে বাগিয়ে।
এই খবর পেয়ে ভুক্তভোগী ও তার পরিবার সত্যতা যাচাই করার জন্য সিরাজগঞ্জের চৌহালা থানা অধীনে উত্তর খাষকাউলিয়া পাড়ায় গিয়ে জানতে পারে তার লম্পট স্বামী এক প্রবাসীর স্ত্রীকে বিবাহ করেছেন তাহার অনুমতি ছাড়াই।এই বিষয়াদি নিয়ে নিজ এলাকায় সমালোচনার পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানান,ছেলেটি একটি শিক্ষিত ছেলে কিন্তু এতটা নারীলোভ ও অর্থলোভী হবে এতটা ধারণা করা যায় না।একে একে তিনটি তরণীর ও পরিবারকে সমাজের মুখে কলঙ্কিত করেছে, পরিবেশ নষ্ট করেছে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।
ভুক্তভোগী ও পরিবার সূত্রে, এই ছেলেটি এমন করবে আমরা কখনো ধারণা করতে পারিনি, আজ সমাজে মুখ দেখাতেও লজ্জা লাগে,নারীলোভী,প্রতারক, পরধনলোভী প্রতারণায় পরে আমরা জেনে শুনে আমাদের মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছে। আর যেন কোনো নারী এই লম্পট এর প্রতারণায় পরে জীবন নষ্ট না হয়। তার জন্য আইনের দারস্ত হয়েছি এবং এই লম্পটের আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছি।




















