সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : মাদকবিরোধী অভিযানের মধ্যেও আদমজীর বিহারী ক্যাম্পে মিথুন আরমান ও পিচ্চির নেতৃত্বে অবাধে চলছে রমরমা মাদক ব্যবসা।
এ ক্যাম্পে হাত বাড়ালেই মিলছে মাদক। এটি দেশে বিহারিদের অন্যতম একটি বড় ক্যাম্প।এখানকার অসংখ্য অলিগলি আর ঘুপচি ঘরে প্রায় ১৯ হাজার বিহারির বাস। এই ক্যাম্প ঘিরে গড়ে উঠেছে শক্তিশালী মাদক সিন্ডিকেট।নজরদারি অপেক্ষাকৃত কম থাকায় ক্যাম্পগুলো অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিটি ক্যাম্পেই আস্তানা গেড়েছে অপরাধীরা।
মেজরের ছেলে মিথুন, লোহা মনসুরের ছেলে পিচ্চি ও আরমানের নেতৃত্বে বিহারি ক্যাম্প, নতুন বাজার, চরশিমুলপাড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় হাত বাড়ালেই এখানে মিলে ইয়াবা, ফেনসিডিল, গাজা, বিয়ার, মদ, হেরােইন।
অভিযােগ রয়েছে, মাদক বিক্রিতে রাজি না হলে কুপিয়ে জখম করাসহ মিথ্যে মামলা দিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। শীতলক্ষ্যা নদী বেষ্টিত এলাকা হওয়ায় সহজেই মাদকের যােগান দিয়ে থাকে এমনকি মাদক সিন্ডিকেট বাহিনীর সদস্যদের সাের্সরা এসব মাদক দ্রব্য পৌঁছে দেয় স্পটগুলােতে।
এতে ওই চক্রের নিয়ন্ত্রণে এ এলাকায় গড়ে উঠেছে ১০টির অধিক মাদক স্পট। এলাকাবাসী জানায়,এসব মাদক স্পট থেকে সহজে তা গ্রহণ করে স্কুল-কলেজে পড়ুয়া তরুণ-তরুণীরা হয়ে পড়ে মাদকাসক্ত। ফলে এলাকায় চুরি, ছিনতাইসহ বেড়ে গেছে নানান অপকর্ম। বেড়েছে বিভিন্ন অসামাজিক কর্মকান্ড। মাদকে বুঁদ হয়ে আছে তরুণ সমাজের ভবিষ্যৎ কর্ণধাররা।
এ এলাকায় কোনভাবেই ঠেকানাে যাচ্ছে না মাদকের আগ্রাসন। ক্যাম্পের পুরাে এলাকাটি হয়ে উঠেছে মাদকের অভয়ারণ্য। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, স্থানীয় রাজনৈতিক হােমরা -চোমরাদের মাসােয়ারা দিয়ে নব নব কৌশল অবলম্বন করে নির্বিঘ্নে তাদের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব মাদক ব্যবসায়ীরা সকলেই নামেমাত্র কোন না কোন কাজ করে। আর সেই কাজের আড়ালে নিজে ও বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশু নিয়ে চালিয়ে যাচ্ছে মাদক বাণিজ্য। ফেনসিডিল, ইয়াবা, গাজা, হেরােইন, মদ, বিয়ার হাত বাড়ালেই মিলে এখানে।
ওদিকে থানা পুলিশের কার্যকরী অভিযান না থাকায় ৬নং ওয়ার্ডে বিহারি ক্যাম্পে মাদকের ব্যাপক বিস্তার বেড়েছে বলে অভিযোগ করেছে এলাকাবাসীর। থানা পুলিশের নামমাত্র অভিযান দিয়ে মাদক ব্যবসা বন্ধ করা যাবে না বলেও তারা জানান। তাঁদের দাবী নাসিক ৬নং ওয়ার্ডকে মাদকের হাত থেকে রক্ষা করতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) অভিযান প্রয়োজন। এক্ষেত্রে নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।




















