যৌতুক মামলায় হাজিরা দিতে এসে সজিব নামে এক যুবক নারায়ণগঞ্জ আদালতপাড়ায় স্ত্রীর ঘনিষ্ঠ ছাত্রদল নেতার মবের আক্রমনে পড়েন। এসময় ওই যুবককে ছাত্রলীগ নেতা আখ্যা দিয়ে টেনে হেচড়ে আদালতপাড়ার বাহিরে নেয়ার চেষ্টা করেন। তখন আইনজীবীদের হস্তক্ষেপে রক্ষা পায় ওই যুবক।
বুধবার (১৪ জানুয়ারী ) দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে এঘটনা ঘটে। এঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
সেই ভিডিওতে দেখা যায়, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মেহেদি আরফান নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে এক যুবকের জামায় ধরে তার পকেট থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে বলছে তুমি ময়মনসিংহ মোক্তাগাছার ছাত্রলীগ নেতা। তুমি ছাত্রলীগ করেছো প্রমান পাওয়াগেছে বলে ওই যুবককে মারধর করে টেনে হেটড়ে আদালতপাড়ার বাহিরে নেয়ার চেষ্টা করছেন। এসময় আইনজীবী রাজিব মন্ডলসহ অন্তত ৭/৮ জন আইনজীবী এসে তাদের দাড় করায় এবং ঘটনার বিষয় জানতে চায়। তখন ছাত্রদল নেতা মেহেদি আরফান আইনজীবীদের বলেন কেউ যদি ছাত্রলীগ আওয়ামীলীগের পক্ষ নেয় তাহলে তাকেও আওয়ামীলীগার হিসেবে ধরে নিবো। এরপর আইনজীবীরা ছাত্রদল নেতাকে ধাক্কাধাক্কি করে ওই যুবককে সহ আইনজীবী সমিতিতে নিয়ে যায়।
আইনজীবী রাজিব মন্ডল জানান, সানু আক্তার শান্তা নামে একটি মেয়ে সজিব নামে এক ছেলেকে এক লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করেন। বিয়ের পর জানতে পারেন সানু আক্তার শান্তার পূর্বে আরো ৪টি বিয়ে হয়েছে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে মনমানিল্য হলে সজিবের বিরুদ্ধে সানু আক্তার শান্তা বিভিন্ন ধারায় ঢাকা কোর্টে ৪টি ও নারায়ণগঞ্জ কোর্টে একটি যৌতুক মামলা দায়ের করেন। সেই যৌতুক মামলায় সজিব নারায়ণগঞ্জের একটি আদালতে হাজিরা দিয়ে কোর্ট এজলাশের সামনেই মাঠে দাড়িয়ে ছিলেন। তখন সানু আক্তার শান্তা ছাত্রদল নেতা মেহেদি আরফানকে দিয়ে আদালতপাড়ায় মব সৃষ্টি করে সজিবকে মারধর করে টেনে হেচড়ে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। প্রকৃত ঘটনা জানার পর ছাত্রদল নেতাকে জিজ্ঞেস করা হয়েছে এটি কি ঠিক হয়েছে, তখন সে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে এবং সজিবকে আইনগত ব্যবস্থা গ্রহনের পরামর্শ দেয়া হয়েছে।
এবিষয়ে জানতে ছাত্রদল নেতা মেহেদি আরফানকে মুঠোফোনে ফোন করলে তার সংযোগ বন্ধ পাওয়া যায়।




















