বর্তমান সরকার মানুষের ভোট এবং গণতান্ত্রিক অধিকারকে উপেক্ষা করে একদলীয় বাকশাল কায়েম করতে বিরোধী দল ও মত দমনে বেপরোয়া হয়ে উঠেছে।
সোমবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে এসব অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, চোখের সামনে অন্যায় দেখে মানুষ যাতে প্রতিবাদ না করে সেজন্য সরকার হামলা, মামলা ও গ্রেফতার তৎপরতা সীমাহীন মাত্রায় বৃদ্ধি করেছে। সরকারের এমন ফ্যাসিবাদী আচরণ দেশকে ক্রমান্বয়ে ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম হিলালী এবং অধ্যাপক আমিনুল ইসলাম সোমবার মামলার হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়ে দেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ আজ অধিকারহারা। তাদের সাংবিধানিক অধিকার খর্ব করেছে সরকার। দেশে ভয়ের রাজত্ব কায়েম হয়েছে।