সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:- সিদ্ধিরগঞ্জে চোরাই তেল ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে র্যাব সফল হলেও সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ পারভেজের ভূমিকা ছিল রহস্যজনক। ১০ এপ্রিল বিকাল সাড়ে ৫ টা থেকে রাত ৭টা পর্যন্ত র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন (পিপিএম) এর নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমানের চোরাই তেল জব্ধ করে। এসময় বামাষ্ট্যান্ড এলাকার আমির হামজার ছেলে আকাশকে (১৮) আটক করা হয়। বৃহস্পতিবার গ্রেফতারকৃত আকাশকে সিদ্ধিরগঞ্জ থানায় হন্তান্তর করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, চোরাই তেল ব্যবসায়ীদের সাথে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ পারভেজের আর্থিক সম্পর্ক থাকায় তার ভূমিকা ছিল রহস্যজনক নিরবতা। এদিকে পুলিশের রহস্য জনক নিরবতার কারণে র্যাব অভিযান চালিয়ে সফলতা পায় বলে জানিয়েছে এলাকাবাসী।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন (পিপিএম) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১০ এপ্রিল সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা ডিপো রোডে ৪টি চোরাই তেলের দোকানে অভিযান পরিচালনা করে। এসময় ২৩টি তেলের ড্রামে ১ হাজার ৮৬০ লিটার ডিজেল, ৬৬০ লিটার অকটেন, ১ হাজার ৭২০ লিটার এটিএফ, ৪৪০ লিটার পেট্রোল ও ২২০ লিটার কেরোসিনসহ মোট ৪ হাজার ৯০০ লিটার চোরাই তেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩,৪৮,৭৮০/- টাকা। এসময় চোরাই তেল ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য মোঃ আকাশ (২০)কে গ্রেফতার করা হয়। এদিকে র্যাবের অভিযানের খবর টের পেয়ে চোরাই তেল ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য মোঃ আওয়াল(৪৫), বাচ্ছু মিয়া (৬০), নূর হোসেন (৪০) ও কাসেম (৫৫) কৌশলে পালিয়ে যায়।
র্যাব আরো জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা অয়েল লিঃ ও এসও রোড এলাকায় মেঘনা অয়েল কোম্পানী লিমিটেডের ডিপো কেন্দ্রিক শতাধিক চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। ডিপো হতে প্রতিদিন শতশত তেলের লরী তেল ভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে যায়। এই সেন্ডিকেটের কাছে কিছু অসাধু লরীর ড্রাইভার ও হেলপার নামে মাত্র মূল্যে তেল ভর্তি লরী থেকে চুরি করে তেল চোরদের নিকট বিক্রি করে। চোরাই চক্র এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে র্যাব।
চোরাই তেল ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাব।





















