মশাহিদ আহমদ, মৌলভীবাজার:- ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন প্রেমনগর চা– বাগানে শ্রমিক অসন্তোষের কারণে চা উৎপাদন বন্ধ রয়েছে। বাগানের সহকারি ব্যবস্থাপক মোঃ রাশেদুল হাসান (রনি) অফিস আদেশ অমান্য করে তার নতুন কর্মস্থলে যোগদান না করায় প্রেমনগর বাগানে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। গত ১০ এপ্রিল সকাল থেকে বাগানের শ্রমিকরা কাজে যোগদান না করে তার বাংলোরপাশে অবস্থান কর্মসূচি পালণ করে।
এ সময় মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। প্রেমনগর চা বাগান ম্যানেজার দেওয়ান বাহা উদ্দিন লিটন জানান- শ্রমিকদের অভিযোগের প্রেক্ষিতে ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) কর্তৃপক্ষ রাশেদুল হাসানকে গত ৪ এপ্রিল চম্পারায় চা বাগানে বদলি করেন এবং দ্রুত নতুন কর্মস্থলে যোগদান করার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু তিনি অফিস আদেশ অমান্য করে একটি চক্রের ইন্ধনে বাংলোয় অবস্থান নিয়ে বাগানের সুন্দর পরিবেশ ঘোলাটে করার চেস্টা করছেন।
বাগান পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাস ভুমিজ ও সেক্রেটারী সুভাস কর্মকার, সদস্য মনোরঞ্জন চাষা জানান- সহকারি ব্যবস্থাপক মোঃ রাশেদুল হাসান (রনি) বাগানে যোগদান করার পরথেকে তিনি নানা অনিয়ম ও দুর্ণীতিতে জড়িয়ে পড়েন। কথায় কথায় বাগান শ্রমিকদের সাথে খারাপ আচরণ করেন। তিনি বাগান থেকে না যাওয়া পর্যন্ত আমাদের শ্রমিকরা কাজে যোগদান করবেনা।