ঝালকাঠি প্রতিনিধি:- ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দক্ষিণ চেঁচরি গ্রামে র্যাবের অভিযানে মোঃ জামাল হাওলাদার (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড এ্যামোনিশন ও ১৯৩ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৮) এর একটি টিম। আজ বৃহস্পতিবার অস্ত্র ও মাদক আইনের মামলায় তাকে আদালতে তোলা হচ্ছে বলে জানায় কাঠালিয়া থানা পুলিশ।
এক প্রেসবার্তায় র্যাব জানান, গোপন সংবাদের বৃত্তিতে বুধবার রাত সাড়ে ৭টায় দিকে তাকে দক্ষিণ চেঁচরী গ্রামের নিজ বাড়ি থেকে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ জামালকে গ্রেফতার করা হয়। মোঃ জামাল হাওলাদার দক্ষিণ চেঁচরি এলাকার তৈয়ব আলীর ছেলে। আসামী দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে এবং ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।
র্যাব আরো জানান, র্যাবের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই ব্যাপারে র্যাব-৮ এর ডিএডি মোঃ আমজাদ হোসেন বাদী হয়ে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানায় একটি অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেন।