কিছু অপশক্তি রয়েছে যারা সমাজে শোষণ আর শাসন করতে চায়। তারা চায় নিজেদের হাতে ক্ষমতা কুক্ষিগত করে অসহায় মানুষকে শোষন করতে।
কিন্তু শোষন করে অবৈধ সরকার আর বেশী দিন টিকে থাকতে পারবেনা। এই অপশক্তির বিরুদ্ধে বাংলার মানুষ জেগে উঠবে। সদর থানার দায়ের করা নাশকতার দুইটি মামলার হাজিরা শেষে জেলা ছাত্র দলের সভাপতি মশিউর রহমান রনি এসময় কথা বলেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত এর আদালতে শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে হাজিরা দেন তিনি।
এসময় তিনি আরো বলেন, বিএনপির সরকার আওয়ামীলীগের রক্ত চক্ষুকে ভয় পায় না।
তারা রাজপথের আন্দোলনে আছে এবং থাকবে। বিএনপির নেতাকর্মীদের উপর যতই মিথ্যা মামলা দেওয়া হোক না কেন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আগামী নির্বাচনে পুনরায় ক্ষমতায় এসে এদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাবে।
মশিউর রহমান রনির আইনজীবী হিসাবে আদালতে উপস্থিত ছিলেন, এডভোকেট সাখাওয়াত হোসেন খান, এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, এডভোকেট নয়ন প্রমূখ।