সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় সমাধান মেলে না

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। বিভিন্ন মহলের সুপারিশ বাস্তবায়ন করতে হবে। সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় সমাধান মেলে না। রাজধানীতে ‘নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

১৪ দল সোমবার (১৫ এপ্রিল) সিরডাপ মিলনায়তনে এ আয়োজন করে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।

 

মোহাম্মদ নাসিম বলেন, ‘শেখ হাসিনার সরকার সবকিছুতে এগিয়ে যাচ্ছে। কিছু ক্ষেত্রে সমস্যাগুলো এখনও সমাধানের পথে। সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মাদক এখনও সম্পূর্ণ মুক্ত হয়নি। প্রধানমন্ত্রী বারবার নির্দেশ দিয়েছেন, কিন্তু তার নির্দেশ বাস্তবায়ন হয়নি বলে সমস্যা এখনও সমাধান হয়নি। অনেক সমস্যা আছে, যেগুলো সমাধানের জন্য যেসব সুপারিশ রয়েছে, সেগুলো বাস্তবায়ন না হওয়ায় সমাধান হয়নি। জিয়া, এরশাদ, খালেদা জিয়ার আমলে সৃষ্ট অনেক সমস্যা আমরা এখনও সমাধান করতে পারিনি। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে যেসব সুপারিশ বিভিন্ন সময় এসেছে, সেগুলো বাস্তবায়ন দেখতে চাই। জঙ্গিবাদ যদি আমরা মুক্ত করতে পারি, সড়ক সমস্যার সমাধান এবং মাদকও আমরা মুক্ত করতে পারবো।’

 

সাবেক নৌপরিবহনমন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খান বলেন, ‘সড়কে বিরাজমান সমস্যা সমাধানে সব সরকারের আমলেই বিভিন্ন সুপারিশ আছে, কিন্তু সেগুলো বাস্তবায়ন না হওয়ায় সমস্যার সমাধান হয়নি। অনেক সময় যানবাহনের চালকের অদক্ষতার কথা বলা হয়। চালকদের প্রশিক্ষণের কোনও ব্যবস্থা নেই। সড়কের সমস্যা সমাধানে যেসব সুপারিশ আসে, সেগুলো বাস্তবায়নে কর্তৃপক্ষ করে দিতে হবে।’

 

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বিভিন্ন সরকারের সময় বিআরটিসিকে দুর্নীতিবাজ সংগঠনে পরিণত করা হয়েছিল। দেশে হাইওয়ে বলে কিছু ছিল না, নামেমাত্র হাইওয়ে ছিল। পুরো সিস্টেমটাই দুর্বল করে ফেলা হয়েছিল। জিয়া এরশাদ খালেদা জিয়ার সময় এই সমস্যাগুলো তৈরি হয়েছিল। এখন আমরা সেগুলো ঠিক করতে পারিনি। তবে প্রত্যেকটি সেক্টরে আস্তে আস্তে উন্নতি হচ্ছে।’

 

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘আমরা সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবাষির্কী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবো। তবে, দুর্নীতিবাজদের নিয়ে নয়। যারা কারাগারে আছেন তারা অপরাধী, অপরাধীদের নিয়ে এতো বড় মহৎ কাজ আমরা করতে পারি না। আমরা সবাইকে জয়বাংলার পতাকাতলে আনতে চাই, কিন্তু অপরাধীদেরকে নয়।’

 

সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, ‘সড়কে বিরাট নৈরাজ্য চলছে। যানবাহনের ফিটনেস দেখার যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে আছে। চালকরা মাদক খেয়ে সড়কে নামে।’ তিনি দণ্ডিত দাগি আসামি ছাড়া সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের আহ্বান জানান। এজন্য রাজবন্দিদের মুক্তি দেওয়ার প্রস্তাব করেন।

 

প্রবীণ সাংবাদিক এবং কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘সড়ক দুর্ঘটনা বন্ধ করতে যেসব সুপারিশ দেওয়া হয়, সেগুলোর বাস্তবায়ন হয় না। সুপারিশ বাস্তবায়নের এই অবহেলা দূর করতে হবে।’

 

জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি দূর করতে না পারলে সমস্যার সমাধান হবে না। অপরাধীরা অপরাধ করে বেরিয়ে যাচ্ছে, বিচার হচ্ছে না। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’

 

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সংসদ সদস্য শফিকুর রহমান বলেন, ‘মাদকসেবীদের সঙ্গে পুলিশের কোনও কোনও কর্মকর্তার যোগসাজশ আছে। শুনেছি, মাদকদ্রব্য ইয়াবার একটি ট্যাবলেটের দাম ৪-৫শ টাকা। যারা দিনে ৪টা খায়, তাদের ২৫০০ টাকার প্রয়োজন হয়। এই টাকা জোগাতে তারা চুরি, ছিনতাই, ডাকাতিতে নামে। পুলিশের কাছ থেকে এই কাজে এরা সহযোগিতা পায়। আবার কোনও কোনও পুলিশ কর্মকর্তা ভালো কাজ করলে, এর বিরুদ্ধে দাঁড়ালে দেখা যায়, তাকে অন্যত্র বদলি করে দেওয়া হয়। এসব বন্ধ করতে হবে।’

 

গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন, জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খান, জাসদের সাধারণ সম্পাদক শিরিণ আখতার, সংসদ সদস্য এ্যারোমা দত্ত, সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দোকার এনায়েত উল্লাহ প্রমুখ।

 

গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ। 

ফেসবুক মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ



» না বলে বাবার বাড়ীতে বেড়াতে যাওয়ায় স্ত্রীকে স্বামীর ২৭ কোপ!

» আমতলীতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

» চলমান তাপদাহে চতুর্থ দিনেও অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়নের সেবা অব্যাহত

» ফতুল্লায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ উদ্বোধনী/সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

» ফতুল্লায় “মডেল রিপোর্টার্স ক্লাব”এর আহবায়ক কমিটি ঘোষনা

» তীব্র গরমে ফতুল্লায় ৩য় দিনেও উন্মুক্ত শরবত বিতরনে অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়ন

» নারায়ণগঞ্জে অসহনীয় তাপদাহে ক্লান্ত পথচারীদের মাঝে শরবত বিতরণ

» শেরপুরে গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামী কানন গ্রেপ্তার

» ইষ্টার্ণ হাউজিংয়ে সাংবাদিকদের উপর হামলা

» শ্রীবরদীতে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় ধর্ষক গ্রেপ্তার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, খ্রিষ্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় সমাধান মেলে না

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। বিভিন্ন মহলের সুপারিশ বাস্তবায়ন করতে হবে। সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় সমাধান মেলে না। রাজধানীতে ‘নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

১৪ দল সোমবার (১৫ এপ্রিল) সিরডাপ মিলনায়তনে এ আয়োজন করে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।

 

মোহাম্মদ নাসিম বলেন, ‘শেখ হাসিনার সরকার সবকিছুতে এগিয়ে যাচ্ছে। কিছু ক্ষেত্রে সমস্যাগুলো এখনও সমাধানের পথে। সড়ক নিরাপত্তা নিশ্চিত ও মাদক এখনও সম্পূর্ণ মুক্ত হয়নি। প্রধানমন্ত্রী বারবার নির্দেশ দিয়েছেন, কিন্তু তার নির্দেশ বাস্তবায়ন হয়নি বলে সমস্যা এখনও সমাধান হয়নি। অনেক সমস্যা আছে, যেগুলো সমাধানের জন্য যেসব সুপারিশ রয়েছে, সেগুলো বাস্তবায়ন না হওয়ায় সমাধান হয়নি। জিয়া, এরশাদ, খালেদা জিয়ার আমলে সৃষ্ট অনেক সমস্যা আমরা এখনও সমাধান করতে পারিনি। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে যেসব সুপারিশ বিভিন্ন সময় এসেছে, সেগুলো বাস্তবায়ন দেখতে চাই। জঙ্গিবাদ যদি আমরা মুক্ত করতে পারি, সড়ক সমস্যার সমাধান এবং মাদকও আমরা মুক্ত করতে পারবো।’

 

সাবেক নৌপরিবহনমন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খান বলেন, ‘সড়কে বিরাজমান সমস্যা সমাধানে সব সরকারের আমলেই বিভিন্ন সুপারিশ আছে, কিন্তু সেগুলো বাস্তবায়ন না হওয়ায় সমস্যার সমাধান হয়নি। অনেক সময় যানবাহনের চালকের অদক্ষতার কথা বলা হয়। চালকদের প্রশিক্ষণের কোনও ব্যবস্থা নেই। সড়কের সমস্যা সমাধানে যেসব সুপারিশ আসে, সেগুলো বাস্তবায়নে কর্তৃপক্ষ করে দিতে হবে।’

 

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বিভিন্ন সরকারের সময় বিআরটিসিকে দুর্নীতিবাজ সংগঠনে পরিণত করা হয়েছিল। দেশে হাইওয়ে বলে কিছু ছিল না, নামেমাত্র হাইওয়ে ছিল। পুরো সিস্টেমটাই দুর্বল করে ফেলা হয়েছিল। জিয়া এরশাদ খালেদা জিয়ার সময় এই সমস্যাগুলো তৈরি হয়েছিল। এখন আমরা সেগুলো ঠিক করতে পারিনি। তবে প্রত্যেকটি সেক্টরে আস্তে আস্তে উন্নতি হচ্ছে।’

 

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘আমরা সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবাষির্কী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবো। তবে, দুর্নীতিবাজদের নিয়ে নয়। যারা কারাগারে আছেন তারা অপরাধী, অপরাধীদের নিয়ে এতো বড় মহৎ কাজ আমরা করতে পারি না। আমরা সবাইকে জয়বাংলার পতাকাতলে আনতে চাই, কিন্তু অপরাধীদেরকে নয়।’

 

সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, ‘সড়কে বিরাট নৈরাজ্য চলছে। যানবাহনের ফিটনেস দেখার যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে আছে। চালকরা মাদক খেয়ে সড়কে নামে।’ তিনি দণ্ডিত দাগি আসামি ছাড়া সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের আহ্বান জানান। এজন্য রাজবন্দিদের মুক্তি দেওয়ার প্রস্তাব করেন।

 

প্রবীণ সাংবাদিক এবং কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘সড়ক দুর্ঘটনা বন্ধ করতে যেসব সুপারিশ দেওয়া হয়, সেগুলোর বাস্তবায়ন হয় না। সুপারিশ বাস্তবায়নের এই অবহেলা দূর করতে হবে।’

 

জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি দূর করতে না পারলে সমস্যার সমাধান হবে না। অপরাধীরা অপরাধ করে বেরিয়ে যাচ্ছে, বিচার হচ্ছে না। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’

 

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সংসদ সদস্য শফিকুর রহমান বলেন, ‘মাদকসেবীদের সঙ্গে পুলিশের কোনও কোনও কর্মকর্তার যোগসাজশ আছে। শুনেছি, মাদকদ্রব্য ইয়াবার একটি ট্যাবলেটের দাম ৪-৫শ টাকা। যারা দিনে ৪টা খায়, তাদের ২৫০০ টাকার প্রয়োজন হয়। এই টাকা জোগাতে তারা চুরি, ছিনতাই, ডাকাতিতে নামে। পুলিশের কাছ থেকে এই কাজে এরা সহযোগিতা পায়। আবার কোনও কোনও পুলিশ কর্মকর্তা ভালো কাজ করলে, এর বিরুদ্ধে দাঁড়ালে দেখা যায়, তাকে অন্যত্র বদলি করে দেওয়া হয়। এসব বন্ধ করতে হবে।’

 

গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন, জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খান, জাসদের সাধারণ সম্পাদক শিরিণ আখতার, সংসদ সদস্য এ্যারোমা দত্ত, সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দোকার এনায়েত উল্লাহ প্রমুখ।

 

গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ। 

ফেসবুক মন্তব্য করুন

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here




সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD