ময়মনসিংহের গফরগাঁওয়ে সাথী আক্তার(১৩) নামে এক গৃহবধুকে নির্যাতন করে হত্যার করেছে শশুর বাড়িরর লোকজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে উপজেলার চরমছলন্দ কাঁচারী পাড়া গ্রামে ।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। । পুলিশ নিহতের স্বামী শারফুলের বোন নাসিমা খাতুনে আটক করেছে । এ ঘটনায় নিহতের পিতা আব্দুল লতিফ বাদী হয়ে গফরগাঁও থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতের স্বজন ও পুলিশ সূতে জানা যায়, উপজেলার চরমছলন্দ জিরাতি পাড়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে ও চরমছলন্দ মুসলিম বালিকা উ”চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাথী আক্তারের সাথে রাওনা ইউনিয়নের ছয় বাড়িয়া গ্রামের চানু মিয়ার ছেলে শারফুল ইসলামের(৩৫) প্রায় ৬মাস পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী শরিফুল ও তার স্বজনরা নানা ভাবে নির্যাতন করতো।
গত দুইদিন পূর্বে সাথী আক্তারকে আবারো শারীরিক ভাবে নির্যাতন করে শশুর বাড়িরর লোকজন। এতে সাথী আক্তার অসু¯’ হয়ে পড়লে মঙ্গলবার সকালে গোপনে ময়মনসিংহে চিকিৎসা করাতে নিয়ে যায়। চিকিৎসা শেষে দুপুরের দিকে সাথী আক্তারকে নিয়ে শারফুল ভগ্নিপতি কবিরের চরমছলন্দ কাঁচারী পাড়া গ্রামে বাড়িতে যায়। বিকাল সাড়ে ৩টার দিকে শারফুল ও তার স্বজনরা পুনরায় সাথীর উপর শারীরিক নির্যাতন চালালে মেয়েটি মারা যায়।
এ সময় শারফুলসহ ভগ্নিপতি কবিরের বাড়ির লোকজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ কবিরের বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, আমি ঘটনাস্থল পরির্দশন করেছি । এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। স্বামী শরিফুলসহ হত্যাকান্ডে জড়িতদের ধরতে অভিযান অব্যহত আছে ।