ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডে চালের মিলের আড়ালে পলিথিন বানানোর মেশিন বসিয়ে ব্যবসা করার অভিযোগে মেজর শেখ নাজমুল আরেফিন পরাগের নেতৃত্বে র্যাব-১৪ একটি দল সিনহা অটো রাইস মিলে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ পলিথিন বানানোর কাঁচামাল সহ ৩ কর্মচারীকে আটক করেছে। মিল মালিক হাজী সিরাজুল ইসলাম ও রিফাত পলাতক রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ র্যাব-১৪এর একটি দল রবিবার দুপুরে সিনহা অটো রাইস মিলে অভিযান চালায়। পলিথিন বানানো অবস্থায় পলিথিন কারখানার শ্রমিক ফুলপূর উপজেলার মকবুল হোসেনের ছেলে ওয়াবায়দুল হক বাবু(৩৬),একই উপজেলার মৃত আবু বকর সিদ্দিকের ছেলে আনারুল ইসলাম(২৮) ও হালুয়াঘাট উপজেলার আব্দুল আজিজের ছেলে ইসমাঈল হোসেন (১৮) আটক করে। র্যাব কারখানা থেকে প্রচুর পরিমাণে পলিথিন বানানোর কাঁচামাল জব্দ করে।
মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান , আমরা অনেক দিন যাবত এ পলিথিন কারখানার খোঁজ খবর নিচ্ছিলাম। আজকে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছি। কারখানার মালিক সিরাজুল ইসলাম ও রিফাত পলাতক রয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে থানায় মামলা করা হয় এবং কারখানাটি স্থানীয় কাউন্সিল শাহাব উদ্দিনের জিম্মায় দেয়া হয়েছে।

						
								



















