সাংবাদিক জুম্মন হোসেন সোহেলকে প্রাননাশের হুমকি প্রদান করেছে পুলিশ সোর্স ও মাদক বিক্রেতা রনি ওরফে কসাই রনি।
এ ব্যাপারে সোহেল বাদী হয়ে কসাই রনির বিরুদ্ধে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
তাতে আল আমিন রোড,ডিয়ারার সিরাজুল হকের পুত্র সাংবাদিক সোহেল উল্লেখ করেন,একই এলাকার চিহৃিত মাদক ব্যবসায়ী ও পুলিশ সোর্স কবির হোসেনের পুত্র রনি ওরফে কসাই রনি সহ ২ জন অজ্ঞাত নামা ২ জন ২৪/৪/২০১৯ ইং রাত সাড়ে ১১ টায় দেশীয় অস্ত্র নিয়ে পথরোধ করে স্থানীয় একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। আমি এ বিষয়ে কিছু জানিনা বললে নানান ধরনের ভয়ভীতি সহ প্রাননাশের হুমকি দেয়। রকি একজন খারাপ প্রকৃতির লোক তার বিরুদ্ধে ২০১৪ সালে রাকসু নামে একযুবককে গলা কেটে হত্যা চেষ্ঠার মামলায় জেলখাটার অভিযোগ রয়েছে।
বর্তমানে সদর থানা পুলিশের সোর্স পরিচয় দিয়ে মাদক ব্যবসা সহ নানান ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে।
সাংবাদিক জুম্মন সন্ত্রাসী ও মাদক বিক্রেতা রকির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে ওসির হস্তক্ষেপ কামনা করেন।





















