মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোট থানাধীন খলসী গ্রাম থেকে ১২ লক্ষ ৯৯ হাজার টাকা ও ১টি মোটর সাইকেল আটক করে ২১ ব্যাটালিয়ন বিজিবি’র সদস্যরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল খলসী মোল্লাপাড়ায় অভিযান চালালে সেখান থেকে ১২ লক্ষ ৯৯ হাজার হুন্ডির টাকা ও ১টি মোটর সাইকেল সহ মোঃ রনি আহম্মেদ(৩৫) নামে এক হুন্ডি ব্যাবসায়ীকে আটক করেন বিজিবি সদস্যরা। আটক রনি আহম্মেদ পুটখালী গ্রামের আবুল কাশেম এর ছেলে।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃত আসামী ও মালামাল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।





















