মশাহিদ আহমদ, মৌলভীবাজার: বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃতে মৌলভীবাজার ও জুড়ীতে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক পৃথক অভিযানে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। ২৪ অক্টোবর জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী করা, খাবারে পোড়া তেল ব্যবহার করা, ওজনে কম দেওয়া, একই ফ্রিজে কাচা ও রান্না করা মাংস রাখা, রাস্তার পাশে খোলা অবস্থায় খাদ্য বিক্রি করা, খাদ্য পণ্যে রং ব্যবহার করাসহ বিভিন্ন অপরাধে নিউ শাহীন রেষ্টুরেন্ট এন্ড সুইটমিটকে ১০ হাজার টাকা, পাঁচতারকা রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, সুলতান রেষ্টুরেন্ট এন্ড সুইটমিটকে ১ হাজার টাকা ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন জুড়ী থানার পুলিশ ফোর্স।
অপরদিকে, গত ২৩ অক্টোবর সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার লঙ্ঘন বিরোধী অভিযানে মেয়াদ উর্ত্তীণ খাদ্য পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী করা, মূল্য তালিকা না রাখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, একই ফ্রিজে কাচা ও রান্না করা মাংস রাখা, মোড়কের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা না থাকাসহ বিভিন্ন অপরাধে নিউ সাগরিকা হোটেলকে ৩ হাজার টাকা, মোহাম্মদী হোটেলকে ৩ হাজার টাকা, শিলা ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, রসমেলাকে ৩ হাজার টাকা, পাকঘর রেষ্টুরেন্টকে ৪ হাজার টাকাসহ ৫ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন শেরপুর ফাঁড়ির পুলিশ ফোর্স।