নিজস্ব সংবাদদাতা : ফতুল্লার জামতলা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে ছিনাতাইয়ের অভিযোগে স্থানীয় জনতার হাতে আটক হয়ে গনধোলাই খেয়ে সজীব (২৮) নিহত এবং মামুন আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতে ভর্তি আছে। এঘটনা ঘটেছে শনিবার ভোরে।
এলাকা সূত্রে জানা যায়, ফতুল্লার মাসদাইর গাবতলী এলাকার বাতেন মিয়ার ছেলে সায়হাম আহম্মেদ বাপ্পি। সে ঢাকা কমার্স কলেজে পড়ালেখা করে। গত শনিবার ভোরে বাসা থেকে বের হয়ে জামতলা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদ গাহ মাঠের সামনে রিক্সা নিয়ে আসে। এসময় তিনজন যুবক তার রিক্সা থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মির চেষ্টা করলে বাপ্পি জোরে চিৎকার দেয়। এসময় অশের পাশের স্থানীয় জনতা এসে ভীর করলে সাথে সাথে ঐ ছিনতাইকারী তিনজনকে আটক করে । পরে একজন সু কৌশলে পালিয়ে যায়। দু‘জনকে আটক করে স্থানীয় জনতা গনধোলাই দেয় । এতে একজন নিহত হয় আরেকজন পিটুনী খেয়ে মৃত্যূর সাথে পাঞ্জালড়ছে। পরে তাদের কে খানপুর হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত্য বলে ঘোষনা দেয়। আরেকজনকে ঢাকা প্রেলন করেন। নিহতের পরিচয় জানতে চাইলে পুলিশ জানায় তার নাম সজীব (২৮) । তার বাবার নাম জানাতে পারেনি তবে সে মাসদাইর এলাকায় বসবাস করত। আহতজন মামুন (৩২)। সে গলাচিপা এলাকায় নাসির মিয়ার বাড়িতে ভাড়া থাকে। সে হবিগঞ্জ জেলার আজিম নগর থানাধীন এলাকার ফখরুদ্দিনের ছেলে।
এব্যাপারে ফতুল্লা মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জানান, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় জনতার হাতেই গনপিটুনীর শিকার হয়েছে মামুন ও সজীব। তবে তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা নিবো।