নিজস্ব সংবাদদাতা : ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘন্টায় ১২২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩ বোতল ফেন্সিডিলসহ আট মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা থানাধীন এলাকায় মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে ফতুল্লার মডেল থানার এস.আই মিজানুর রহমান-১ ও তার সংগীয় ফোর্স দাপা ইদ্রাকপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ী ডাকাত সহিদের ছেলে পেশাদার ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী আজমীর হোসেন (২৪) ফতুল্লার সরকার বাড়ী সড়ক এলাকা থেকে মৃত আবু তাহেরের ছেলে আরিফ (২৫), দাপা ইদ্রাকপুর এলাকার রিপন কাজীর ছেলে মাদক ব্যবসায়ী সাগর কাজী (২০) এবং ভুলু কাজীর ছেলে রাজু কাজী (২৫) কে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেট পেয়েছে পুলিশ।
থানার অরেক টীম এস.আই সালেকুজ্জামান একই রাতে আলীগঞ্জ এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেলিম পুলিশের ছেলে ওয়াদুদ (৪০),মো.ইসমাইলের ছেলে আবু নাঈম (২৮) কে গ্রেপ্তার করেছে।অপরদিকে, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ১৭ মে রাতে ফতুল্লার হাজীগঞ্জ এলাকা থেকে ১৩ বোতল ফেন্সিডিলসহ মৃত মনোরঞ্জন এর ছেলে মিজানুর রহমান লিটু (৫৫) মৃত খালেদ মিয়ার স্ত্রী সাজেদা বেগম (৫৫) কে গ্রেপ্তার করেছে।এব্যাপারে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।